ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ

উচ্চশিক্ষার্থে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৭:০৪, ১৫ জুলাই ২০১৮

উচ্চশিক্ষার্থে অস্ট্রেলিয়া

ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের ও লেভেল এ্যান্ড এ লেভেলের প্রাক্তন শিক্ষার্থী অর্ণব চক্রবর্তী অস্ট্রেলিয়ার টপ র‌্যাঙ্কড ইউনিভার্সিটি ‘ইউনিভার্সিটি অব মেলবোর্ন’-এ আন্ডারগ্র্যাড পড়ার উদ্দেশে আগামী ১৩ জুলাই ঢাকা ত্যাগ করবেন। তার পড়ার বিষয় মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। পড়াশোনার পাশাপাশি অর্ণব সামাজিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন প্রোগ্রামে একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। ২০১৪ সালে জাতিসংঘ সদর দফতরে (নিউইয়র্ক) মডেল ইউনাইটেড ন্যাশন্স প্রোগ্রামে তিনি নিজের স্কুলের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে অর্ণব এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এ ছাড়া বাংলাদেশের ইমিগ্রেশন ও এডুকেশন কনসালটেন্সি ফার্ম শা এ্যাসোসিয়েটসের অফিসিয়াল ‘এপ’ তৈরি করেছেন অর্ণব। তিনি অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠ ৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। তন্মধ্যে পরিবারের সিদ্ধান্তে এবং অর্ণবের পছন্দের ইউনিভার্সিটি অব মেলবোর্নকেই বেছে নেন। পড়াশোনা শেষ করে অর্ণব দেশে ফিরে এসে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এডুকেশন, ক্যারিয়ার ও ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম শা এ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী সুপ্রিয় কুমার চক্রবর্তী ও অনসূয়া চক্রবর্তীর প্রথম সন্তান অর্ণব চক্রবর্তী। ক্যাম্পাস প্রতিবেদক
×