ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ায় চোরাই কাঠসহ পিকআপ জব্দ

প্রকাশিত: ০৬:৫২, ১৫ জুলাই ২০১৮

পটিয়ায় চোরাই কাঠসহ  পিকআপ  জব্দ

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ১৪ জুলাই ॥ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জার সাইফুল ইসলাম অভিযান চালিয়ে চোরাই কাঠসহ একটি কিআপ জব্দ করেছে। এতে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মূল্যের শতাধিক ঘনফুট অবৈধ পাহাড়ি কাঠ রয়েছে। শনিবার ভোরে আনোয়ারা-পিএবি সড়কের চৌমুহনি এলাকা থেকে পিকআপসহ কাঠ জব্দ করে। জানা গেছে, দীর্ঘদিন ধরে আনোয়ারা-পিএবি সড়ক হয়ে একটি চক্র অবৈধভাবে কাঠ পাচার করে আসছিল। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করে। পিকআপ ও কাঠ কর্ণফুলী থানা পুলিশের গাড়ি চালক মিজানের বলে বন বিভাগ জানায়। তবে মিজান অস্বীকার করেছেন। পটিয়া রেঞ্জার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএফওর নির্দেশে পরিচালিত অভিযানে ড্রাইভার মিজানের ওই গাড়ি অবৈধ কাঠসহ ধরেছে। অভিযানের সময় চালক পালিয়ে গেছে। ওই ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করেছে। মিজান প্রায় ৭ বছর ধরে কর্ণফুলী থানায় ড্রাইভার হিসেবে কর্মরত। কিন্তু তিনি ড্রাইভারি না করে কেশিয়ারি করে এবং নিজে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়ে। এছাড়া তিনি কমিশনের মাধ্যমে বিভিন্ন চোরাকারবারি ও ইয়াবা বিক্রেতাদের মাল পাচারে সহায়তা করে বলেও অভিযোগ রয়েছে।
×