ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় ছয় দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৬:৫১, ১৫ জুলাই ২০১৮

 গজারিয়ায় ছয় দোকান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার একটি বাজারে অগ্নিকা-ে ৬ দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার পুরান বাউশিয়া গ্রামের বাজারে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। জানা গেছে অগ্নিকা-ে পুরান বাউশিয়া গ্রামের বাজারের নাসিরের ভ্যারাইটিজ স্টোর, জাকিরের স্টেশনারী দোকান, গণেশের সেলুন, সেলিমের মুদি দোকান, হাফেজ মাস্টারের মুদি দোকান ও সুমনের ওষুধের দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি করেছে। . পটিয়া নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, পটিয়ায় অগ্নিকা-ে ১২টি বসতঘর ও ৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের টি, কে গ্রুপের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এতে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল- মোঃ আলী, লেয়াকত আলী, শওকত আলী, এয়াকুব আলী, মোঃ ফারুক, জাহাঙ্গীর, আলমগীর, মোঃ এনাম, দুলাল সওদাগর, মাহাবুব সওদাগর, নেজাম সওদাগর। আগুনে দোকান ও ঘরে থাকা ধান, চাউল, টিভি, ফ্রিজ, নগদ টাকা ও মূলবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
×