ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের জেলা প্রশাসকের ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

প্রকাশিত: ০৬:৫০, ১৫ জুলাই ২০১৮

  চট্টগ্রামের জেলা প্রশাসকের ফোন  নম্বর ক্লোন করে চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন সরকারী মোবাইল ফোন (০১৭১৩১০৪৩৩২) নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ওই নম্বর থেকে কয়েক ওয়ার্ড কাউন্সিলরের কাছে চাঁদা চাওয়া হয়েছে। বিষয়টি অবহিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিটিআরসি’র প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার দুপুরের দিকে তারা অবগত হন যে, সিটি কর্পোরেশনের কয়েক ওয়ার্ড কাউন্সিলরের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়েছে ওই ফোন নম্বর থেকে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন এ প্রসঙ্গে বলেন, সম্ভবত কম্পিউটার সিস্টেমের মাধ্যমে নম্বর ক্লোন করে কোন অসাধু চক্র এ কাজটি করতে পারে। ওই নম্বর থেকে কোন ফোন গেলে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং কোন ধরনের লেনদেন বা কথোপথন না করার অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। ‘ডেপুটি কমিশনার চিটাগাং’ ফেসবুক পেজে বলা হয়েছে, ‘জেলা প্রশাসক চট্টগ্রামের অফিসিয়াল নম্বর ক্লোন করা হয়েছে। কেউ আর্থিক বা অন্য কোন স্পর্শকাতর বিষয়ে যোগাযোগ করলে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
×