ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ০৬:৪৮, ১৫ জুলাই ২০১৮

মাদারীপুরে সড়ক  দুর্ঘটনায় স্কুল  ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৪ জুলাই ॥ সদর উপজেলার ধুরাইলে সড়ক দুর্ঘটনায় আরমান হাওলাদার (১০) নামে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ধুরাইল সরদারকান্দি গ্রামের বাঁশতলা এলাকায়। আরমান একই ইউনিয়নের চরবাজিতপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রহিম হাওলাদারের ছেলে এবং ধুরাইলের বলাইরচর চরবাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। জানা গেছে, আরমান তার কাকা কবির হাওলাদারের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় শিবচরের শেখপুর বাজারে কাঠের তৈরি একটি নৌকা আনার জন্য হেঁটে যাচ্ছিল। শম্ভুক ব্রিজের ওপর পৌঁছে দ্রুতগতির একটি মোটরসাইকেল আরমানকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরমান মারা যায়। . ভালুকায় হেলপার নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের এক হেলপার নিহত হয়েছেন। জানা যায়, শুক্রবার রাতে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়েন। এতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গিয়ে ঘটনাস্থলেই হেলপার শফিকের (১৮) মৃত্যু হয়। শফিক শেখ ফরিদপুর জেলার শালিখা উপজেলার দেওয়ানিকান্দা গ্রামের জাকির শেখের পুত্র।
×