ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে ২৫ শিল্পীর আর্ট ক্যাম্প শুরু

প্রকাশিত: ০৬:৪৫, ১৫ জুলাই ২০১৮

 রাঙ্গামাটিতে ২৫ শিল্পীর আর্ট  ক্যাম্প  শুরু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৪ জুলাই ॥ রাঙ্গামাটির পর্যটন কমপ্লেক্স হলরুমে শনিবার দেশের প্রথিতযশা ও দেশবরেণ্য চিত্রশিল্পীদের সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। প্রকৃতির ক্যানভাসে জীবনের রং শিরোনামে ল্যাভএইড ফাউন্ডেশন ষষ্ঠবারের মতো সাপ্তাহব্যাপী দেশের প্রথিতযশা ২৫ চিত্রশিল্পীদের নিয়ে একটি আর্ট ক্যাম্প শুরু করেছে। এই ক্যাম্প চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পে অংশগ্রহণকারী চিত্রশিল্পী ছাড়াও বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন কবি ও শিল্প সমালোচক রবিউল হুসাইন। আরও বক্তৃতা করেন, স্থপতি হামিদুজ্জমান খান,সমরজিৎ রায় চোধুরী, মনিরুল ইসলাম, আবুল বারেক আলভী ও সাইফুর রহমান লেনিন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে বিপাশা হায়াত, রাশেদুল হুদা, কাজী সালাউদ্দিন, সিদ্ধার্থ শংকর তালুকদার, দিলেরা বেগম জলি, রেজাউন নবী, আহমেদ শামসুদ্দোহা, রণজিৎ দাশ, তরুণ ঘোষ, আইভি জামান, অলোকেশ ঘোষ ও মনসুর উল করিম প্রমুখ।
×