ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাজানো মামলা দিয়ে র‌্যাব সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৬:৪০, ১৫ জুলাই ২০১৮

  সাজানো মামলা দিয়ে র‌্যাব সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে কতিপয় র‌্যাব সদস্য সাজানো অস্ত্র আইনে দুটি মামলা দিয়ে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছরোয়ার প্যাদাকে (৫৬) হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। শনিবার দুপুরে গৌরনদী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরনদী উপজেলার মিয়ারচর গ্রামের ছরোয়ার প্যাদার ছোট ভাই মুরাদ হোসেন। লিখিত বক্তব্যে মুরাদ হোসেন বলেন, আমার সহোদর ভাই মোঃ ছরোয়ার প্যাদা গংয়ের দখলকৃত গৌরনদীর সীমান্তবর্তী মুলাদী উপজেলার কুড়িরচর-মিয়ারচর মৌজার ৫৮ একর জমি নিয়ে প্রতিবেশী প্রভাবশালী এমদাদুল হক দফাদার ও কুদ্দুস সরদার গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত মামলায় এমদাদুল হক গংয়ের পক্ষে রায় না আসায় আমাদের লোকজনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে করম আলী সরদার হত্যা মামলা, ধর্ষণ মামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ সাজানো ছয়টি মামলা দায়ের করা হয়েছে। সাজানো হত্যা মামলাটি পুলিশ ও সিআইডির চার্জশীটে এজাহারভুক্ত আসামিদের বাদ দিয়ে ষড়যন্ত্রকারী বাদীপক্ষের ১৬ জনকে আসামি করে ২০১৭ সালের ৮ নবেম্বর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ওই বছরের ১৯ জুলাই ছরোয়ার প্যাদাকে নির্দোষ উল্লেখ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এ ছাড়া ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও হামলা মামলা থেকেও তারা অব্যাহতি পেয়েছেন। প্রতিপক্ষ এতে ক্ষ্যান্ত না হয়ে তাদের (মুরাদ গং) ঘায়েলের জন্য কতিপয় র‌্যাব সদস্য দ্বারা মিথ্যা অস্ত্র মামলা দিয়ে হয়রানি করে আসছে। মুরাদ হোসেন বলেন, ২০১৭ সালের ২৪ মে বিকেলে মিয়ারচর বাজারের খালেকের দোকানের সামনে থেকে র‌্যাব সদস্যরা ছরোয়ার প্যাদাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে তাকে (ছরোয়ার) গৌরনদীর চরসরিকল বাগান থেকে আটক দেখিয়ে গৌরনদী থানায় একটি অস্ত্র ও তিনটি গুলিসহ সোপর্দ করে মামলা দায়ের করা হয়। ওই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং ছরোয়ার প্যাদা ওই মামলায় জামিনে মুক্ত ছিল।
×