ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০৬:৪০, ১৫ জুলাই ২০১৮

মৌলভীবাজারে জমি  নিয়ে সংঘর্ষে  নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১৪ জুলাই ॥ সদর উপজেলার খলিপুর ইউনিয়নের পম্মদপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পম্মদপুর গ্রামের লেবাস মিয়া ও এলাইছ মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে হাওড় এলাকায় সরকারী বিলের জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের দু’জন ঘটনাস্থলে নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন লেবাস মিয়া গ্রুপের সফিকুর রহমান ও এলাইছ মিয়া গ্রুপের আব্দুল মালিক। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। . মাগুরায় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শনিবার সকালে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এখলাচ মোল্যা ( ৬০) নামে এক বৃদ্ধ নিহত এবং অপর ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ১৩ জনকে আটক করেছে । জানা যায়, সদর উপজেলার চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফুলমিয়া ও ইমান আলী মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলমিয়ার সমর্থকরা ইমান আলীর সমর্থক এখলাচ মোল্যার বাড়িতে হামলা করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় দু’পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও সংঘর্ষ শুরু হলে ১০জন আহত হয় । আলী হোসেন (৩৫), আবুল কালাম (৩০), মরজিনা খাতুন (৪৫) ও হাবিবুর রহমানসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত এখলাচ মোল্যাসহ আহতদের মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ১৩ জনকে আটক করেছে।
×