ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য মন্ত্রণালের দুই প্রতিনিধির ঠাকুরগাঁও হাসপাতাল পরিদর্শন

প্রকাশিত: ০৬:৩৬, ১৫ জুলাই ২০১৮

স্বাস্থ্য মন্ত্রণালের দুই প্রতিনিধির ঠাকুরগাঁও  হাসপাতাল পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ জুলাই ॥ জেলার স্বাস্থ্য সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব (এইচ আর) বেগম সাবিনা আলম ও মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার (কম্পিউটার সেল) মোঃ রবিউল ইসলাম ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা হাসপাতালের নবজাতক শিশুর স্ক্যানু বিভাগ, প্রসূতি ও শিশু ওয়ার্ডসহ হাসপাতালের সার্বিক চিকিৎসার ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তাদের সঙ্গে মতবিনিময় করেন, জেলা প্রশাসক আখতারুজ্জামান, সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক শিলাব্রত কর্মকার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার শিহাব মোঃ শাহরিয়ার, হাসপাতালের আরএমও সুব্রত কুমার সেন, শিশু কনসালটেন্ট ডাঃ শাহজাহান নেওয়াজ, শিশু বিশেষজ্ঞ মোঃ শাহিন প্রমুখ।
×