ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পৌর নির্বাচনে অনিয়ম হলে রোহিঙ্গা ক্যাম্পে হরতালের হুমকি বিএনপির

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ জুলাই ২০১৮

 কক্সবাজারে পৌর নির্বাচনে অনিয়ম হলে রোহিঙ্গা ক্যাম্পে হরতালের হুমকি বিএনপির

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি ও আশ্রয় ক্যাম্পে টানা হরতাল ডাকার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির এক নেতা। কক্সবাজার পৌরসভার নির্বাচনে কোন প্রকার অনিয়ম হলে রোহিঙ্গা ক্যাম্পে টানা হরতাল ডাকার এ হুমকি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। শনিবার কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয়া হয়। জেলা বিএনপি নেতার এমন ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শান্ত পর্যটন শহরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা শান্তিপূর্ণ কক্সবাজার শহরে অশান্তি সৃষ্টি না করতে বিএনপি নেতার দেয়া ওই বক্তব্য নিঃশর্তে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, রোহিঙ্গা সঙ্কটে কক্সবাজারে বিভিন্ন সময়ে সফরে এসেছেন আন্তর্জাতিক মহলের প্রধানরা। ইতোপূর্বে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট-মন্ত্রী এমনকি জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট কক্সবাজার সফর করে গেছেন। আগামীতেও বিশ্ব নেতৃবৃন্দ রোহিঙ্গা সঙ্কটে সফরে আসতে পারে পর্যটন শহরে। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি বা রোহিঙ্গা ক্যাম্পে হরতাল ইত্যাদি করা হলে দেশের সুনাম ক্ষুণœ হতে পারে বিদেশীদের কাছে। একাধিক পৌরবাসী জানান, যে কোন সন্ত্রাসী কর্মকান্ডে ও জঙ্গীপনায় আরাকান বিদ্রোহী গ্রুপের প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গারা ভাড়ায় যায়। একটি বিশেষ মহল সন্ত্রাসী রোহিঙ্গাদের ব্যবহার করে থাকে। ইতোপূর্বেও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করেছিল। যুদ্ধাপরাধী দেলোয়ার হোসাইন সাঈদী মুক্তি আন্দোলন ব্যানারে সরকারবিরোধী আন্দোলন বেগবান করতে ক্যাম্প থেকে অনেক রোহিঙ্গাকে ভাড়া এনেছিল বিশেষ মহল।
×