ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উড়ুক্কু ট্রেন

প্রকাশিত: ০৫:৫২, ১৫ জুলাই ২০১৮

 উড়ুক্কু ট্রেন

ট্রেন যদি আকাশে ওড়ে তাহলে কেমন হয়? হ্যাঁ, এবার আকাশে উড়তে সক্ষম এমন এক ট্রেন নিয়ে চলছে গবেষণা। নতুন এই উদ্ভাবনে রেল এবং উড়ানযাত্রার সুবিধা একসঙ্গে ভোগ করতে চলেছেন যাত্রীরা। সম্প্রতি, আক্কা টেকনোলজি নামে একটি সংস্থা সামনে এনেছে এই ডিজাইনটি। কনসেপ্ট ভিডিওর মাধ্যমে নতুন একটি উদারহণ তৈরি করেছে এ সংস্থা। যেটি আকাশ পথে উড়বে এবং ট্রেনের মতো প্রত্যেক স্টেশনে থেমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে যাত্রীদের। ধারণাটি ইতোমধ্যেই সেরার পুরস্কারে ভূষিত হবে। উদ্ভাবনটির মাধ্যমে নামি-দামি সংস্থাগুলির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে আক্কা। খবরে বলা হয়েছে। উড়ন্ত ট্রেনের কনসেপ্টটি পুরোপুরিভাবে সফল হয়নি। কিন্তু, বিভিন্ন ধরনের গঠনকারী উপাদানগুলো বিমানযাত্রাকে আরও বেশি উন্নত করবে বলে মনে করা হচ্ছে। এটি সর্বোচ্চ ৩৯,৮০০ ফিট উপর দিয়ে উড়তে পারবে। গতি ঘণ্টায় ৬শ’ মাইল। ক্রাফ্টটির দৈর্ঘ্য থাকছে ৩৩.৮ মিটার। চলতি সপ্তাহের প্রথম দিকে জবি এভিয়েশনের ‘উড়ন্ত ট্যাক্সি’ এবং ‘কিটি হক’ নতুন ধারণা থেকে আয় করেছে দুই মিলিয়ন ডলার। -ডেইলি মেইল অবলম্বনে।
×