ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুইটারের পর সুইটার

প্রকাশিত: ০৫:৩২, ১৫ জুলাই ২০১৮

 টুইটারের পর সুইটার

নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘সুইটার’ একশ্রেণীর ব্যবহারকারীর মাঝে বেশ সাড়া ফেলেছে। মূলত যৌন ব্যবসায় জড়িতরা আগে টুইটারেই বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের কাজ সারতেন। তবে নতুন ব্যবস্থা নেয়ায় যুক্তরাষ্ট্রে তাদের টুইটার ব্যবহার করতে সমস্যা হচ্ছে। পরবর্তীতে ঝামেলা এড়াতে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ছেড়ে যৌনকর্মীরা এখন নতুন মাধ্যম ‘সুইটারে’ যোগ দিচ্ছেন। এ সংখ্যা মোটেই কম নয়। জানা গেছে, সুইটার ডট এ্যাট-এ এক লাখের বেশি যৌনকর্মী যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে নতুন একটি কড়া আইন তৈরি হয়েছে। এতে অপ্রাপ্তবয়স্কদের যৌনব্যবসায় জড়িয়ে পড়া এবং পাচার প্রতিরোধের ব্যবস্থা রয়েছে। ফলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বলা হয়েছে, এ ধরনের কিছু তাদের ওয়েবসাইট প্লাটফর্ম থাকলে তারাও দায়ী থাকবেন। অস্ট্রেলিয়াভিত্তিক একটি সংস্থা এ্যাসেম্বলি ফোর টুইটারের বিকল্প ‘সুইটার’ এবং এর সহযোগী সাইট ‘ট্রাইস্ট’ চালু করেছে। অস্ট্রিয়ায় যৌন ব্যবসা আইনগতভাবে বৈধ এবং যৌনকর্মীরা নিজেদের কাজ সম্পূর্ণ নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই করতে পারেন। আর তাই যৌনকর্মীদের সুবিধার বিষয়টিও তারা দেখছেন। -ওয়েবসাইট অবলম্বনে।
×