ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হিমশৈল দুর্ঘটনার ঝুঁকি

প্রকাশিত: ০৫:৩১, ১৫ জুলাই ২০১৮

 হিমশৈল দুর্ঘটনার ঝুঁকি

পশ্চিম গ্রীনল্যান্ডের একটি গ্রামের দিকে এত বিশাল একটি হিমশৈল বা সাগরে ভাসমান বরফখ- ভেসে আসছে যে- গ্রামটির কিছু বাড়ির বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, তারা জীবনে এত বড় আইসবার্গ দেখেননি। ইন্নারসুইট গ্রামটি একটি কোনাকুনি পাথুরে জায়গার ওপর যার তিন দিকেই সমুদ্র। অতিকায় আইসবার্গটি তার চেয়েও বেশি উঁচু। আশঙ্কা করা হচ্ছে, আইসবার্গটি যদি ভেঙ্গে পড়ে তাহলে সাগরে যে ঢেউ তৈরি হবে, তা বাড়িঘর ভাসিয়ে নিয়ে যেতে পারে। এমন ঘটনা বিরল নয়। গত বছরই উত্তর পশ্চিম গ্রীনল্যান্ডে এক ভূমিকম্পের পর সাগরে যে ঢেউ ওঠে তা মাটির ওপরের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় এবং চার জন লোক মারা যায়। ইন্নারসুইট গ্রামের বাসিন্দা ১৬৯ জন। কিন্তু যাদের বাড়ি সাগরের একেবারে তীরে তাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছেÑ কারণ আইসবার্গটি তাদের খুব কাছে এসে গেছে এবং এখনও সামনের দিকে ভেসে আসছে। গ্রামের কাউন্সিল সদস্য সুজান এলিয়াসেন স্থানীয় এক পত্রিকাকে বলেছেন- আইসবার্গটির গায়ে ফাটল দেখা যাচ্ছে, তাই আমরা ভয় পাচ্ছি যে এটি যে কোন সময় ভেঙে পড়তে পারে। গ্রামটির বিদ্যুত কেন্দ্র জ্বালানি তেলের ডিপোও সাগরের কাছেই। বেশকিছু বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে আইসবার্গ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জুন মাসেই বিজ্ঞানীরা একটি ভিডিও প্রকাশ করেছেন যাতে পূর্ব গ্রীনল্যান্ডে একটি হিমবাহ থেকে এক বিশাল আইসবার্গ আলাদা হয়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।-বিবিসি অবলম্বনে।
×