ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাতামুহুরীতে গোসল করতে নেমে ৩ স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশিত: ০৫:২৮, ১৫ জুলাই ২০১৮

  মাতামুহুরীতে গোসল  করতে নেমে  ৩ স্কুলছাত্রের  মৃত্যু, নিখোঁজ ২

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ স্কুলছাত্রের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুই শিক্ষার্থী। শনিবার বিকেল ৩টায় চিরিঙ্গা পয়েন্টের মাতামুহুরী ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্কুল ছুটির পর ফুটবল খেলে পাঁচ শিক্ষার্থী মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা সকলে নিখোঁজ হয়ে পড়ে। নিখোঁজ ও মৃত উদ্ধার হওয়া শিক্ষার্থীরা সকলে চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মী, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় লোকজন তিনজনের মৃতদেহ উদ্ধার করে। সন্ধ্যার পরেও নদীর দুই তীরে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে তল্লাশি কাজ অব্যাহত রেখেছে। উদ্ধার হওয়া মরদেহগুলো শনাক্ত করেছেন তাদের স্বজনরা। তারা হচ্ছে- ব্যবসায়ী আনোয়ার হোসেনের দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে আমিনুল হোসাইন এমশান, মেহরাব হোসেন ও কাকারার মোহাম্মদ আলীর ছেলে মোঃ ফারহান। ওসি জানান, অন্যদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদ্বয় হচ্ছে- স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলামের ছেলে দশম শ্রেণীতে পড়ুয়া সায়ীদ জাওয়াদ অরবি ও কানু ভট্টাচার্য্যরে দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে তূর্য ভট্টাচার্য্য। চকরিয়া গ্রামার স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে স্কুলের পাঁচ ছাত্র মাতামুহুরী নদীর চরে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মাতামুহুরী নদীতে স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতেয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী উদ্ধার কাজে সহযোগিতায় অংশ নেন। তবে কক্সবাজারে প্রশিক্ষিত কোন ডুবুরি না থাকায় নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে উপজেলা প্রশাসন বিষয়টি তাৎক্ষণিক নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করেছে বলে জানা গেছে।
×