ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে জামায়াতকে ম্যানেজ করতে ব্যর্থ বিএনপি

প্রকাশিত: ০৫:২৫, ১৫ জুলাই ২০১৮

  সিলেটে জামায়াতকে ম্যানেজ করতে ব্যর্থ বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থীর প্রচার থামিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করা যায় কি না শেষবারের মতো ২০ দলীয় জোটের পক্ষ থেকে এমন অনুরোধ জানানো হয়েছে। কিন্তু জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তা অসম্ভব। তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে জামায়াতকে ম্যানেজ করার শেষ চেষ্টা করা হয়। কিন্তু এতে কাজ হয়নি। বৈঠক সূত্রে জানা যায়, কোন চেষ্টাতেই জামায়াতকে থামানো যাচ্ছে না। তবে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে বলেন, সিলেটে জামায়াত বিএনপির প্রার্থীকে সমর্থন দেবে বলে এখনও আমরা আশা করি। বৈঠকে তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে প্রচার আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি, এলডিপি সভাপতি অলি আহমেদের ওপর হামলা ও দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চলে গেলেও সিলেটে জামায়াতের মেয়র প্রার্থীর প্রচার বন্ধ রেখে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করা যায় কি না এমন প্রস্তাবের বিপক্ষে ২০ দলীয় জোটের বৈঠকে উপস্থিত জামায়াতের প্রতিনিধি মোবারেক হোসেন বলেন, তিনি সিদ্ধান্ত দেয়ার কেউ নন। তবে বিষয়টি জামায়াতের দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বৈঠকে উপস্থিত বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া সাংবাদিকদের জানান, জোটের বৈঠকে আমরা সকল শরীক দল সিলেটে মেয়র পদে জোটের একক প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে অবস্থান নিয়েছি। আমরা জামায়াতের প্রতিনিধিকে সবাই মিলে অনুরোধ জানিয়েছি তাদের প্রার্থী প্রত্যাহারের। কিন্তু তারা তাদের দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্তের কথা জানাবেন। তিনি বলেন, জোটের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রবিবার থেকে জোটের শরীক দলগুলো প্রচারের জন্য তিন বিভাগে যাবেন। এছাড়া এলডিপির সভাপতির গাড়িতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে ও জাতীয় পার্টির মহাসচিব জামাল হায়দারের স্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৈঠকে উপস্থিত আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জামায়াত সিলেটে মেয়র প্রার্থী প্রত্যাহার করবে বলে মনে হয় না। কারণ জোটের সভায় জামায়াত যাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে তারা শুধু শুনতে আসেন। তাদের পক্ষে কোন সিদ্ধান্ত দেয়া সম্ভব না। জামায়াত প্রার্থী প্রত্যাহার করবে না এটা স্পষ্ট। ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মোবারেক হোসেন, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপি সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মজলিশ মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ। উল্লেখ্য, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও ৩ দফা বৈঠক করেছে ২০ দলীয় জোট। তবে দফায় দফায় বৈঠক করেও ৩ সিটিতে একক মেয়র প্রার্থী ঠিক করতে পারেনি এ জোট। কারণ, সিলেট সিটি কর্পোরেশনে জোটের সিদ্ধান্তের বাইরে জামায়াত মেয়র পদে দলীয় প্রার্থী দিয়েছে।
×