ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমদানি চাল নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৫:১২, ১৫ জুলাই ২০১৮

আমদানি চাল নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ হিলি স্থলবন্দরের পাইকারি চালের আড়ৎগুলোতে হঠাৎ করে কমে গেছে আমদানি করা চালের বিক্রি। চাল আমদানি করে বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। গুদাম ভাড়া নিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা। কাজ না থাকায় এক রকম অলস সময় পার করছে শ্রমিকরা। ব্যবসায়ীরা বলছেন, স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা চালের বেশিরভাগই সরবরাহ হয় ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা ও দেশের হাওড় অঞ্চলগুলোতে। কিন্তু এ বছর এসব অঞ্চলে ধানের বাম্পার ফলন হওয়ায় প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের চালের পাইকারি মোকামে।
×