ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদ-উল-আজহার আগেই বাড়ছে মসলার দাম

প্রকাশিত: ০৫:১১, ১৫ জুলাই ২০১৮

ঈদ-উল-আজহার আগেই বাড়ছে মসলার দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসছে ঈদ-উল আজহা। আর মাত্র এক মাস। এরই মধ্যে ঈদকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছে দ্রব্যমূল্য। পেঁয়াজের দাম আবারও উর্ধমুখী। বাড়ছে রসুন, আদা ও শুকনো মসলার দাম। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজের দাম ৩২ থেকে ৩৩ টাকা। পেঁয়াজের পাইকারি বিক্রেতা সেকান্দর বলেন, গত সপ্তাহের তুলনায় কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। কোররবানির জন্য পেঁয়াজের আমদানি কমেছে। ভারতীয় বাজারে পেঁয়াজের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। দীন ইসলাম নামে আরেক বিক্রেতা বলেন, ভারতীয় পেঁয়াজ এখন ৩২ থেকে ৩৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ২৮ থেকে ৩০ টাকা দরে। গত সপ্তাহে চায়না রসুন ৩৮ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজিতে। দাম বেড়েছে এলাচি, দারুচিনি ও জিরার। কাওরান বাজারের মায়ের দোয়া স্টোরের এক কর্মচারী জানান, গত সপ্তাহে যে এলাচি ১ হাজার ৭শ’ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১ হাজার ৮শ’ টাকায়। এলাচি বিক্রি হয়েছে ২ হাজার টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২ হাজার ২শ’ টাকায়। জিরার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৩০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা দরে।
×