ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্রিলিং পাইপ আটকে যাওয়ায় কসবায় গ্যাসকূপ খনন কাজ বন্ধ

প্রকাশিত: ০৫:১০, ১৫ জুলাই ২০১৮

 ড্রিলিং পাইপ আটকে যাওয়ায় কসবায় গ্যাসকূপ খনন কাজ বন্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা গ্যাস ক্ষেত্রের খনন কাজ বন্ধ হয়ে গেছে। মাটির সাড়ে ৮ হাজার ফুট তলদেশে ড্রিলিং পাইপ আটকে যাওয়ায় কূপ খনন কাজ বন্ধ হয়ে গেছে। কর্মকর্তারা জানান, পাইপটি উদ্ধারে চেষ্টা চলছে। এ কাজ সারতে ৩/৪ দিন লাগতে পারে। ২৫শ ৪৭ মিটার তলদেশে যাবার পর এ বিপত্তি দেখা দেয়। সরকারের রূপকল্প-৩ ও ১ এর মে মাসে পৃথক দুটি অনুসন্ধানী কূপ খনন কাজ শুরু হয়েছে। বাপেক্স নিজস্ব জনবল ও রিগ দিয়ে এ কাজটি শুরু করে। গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নের ২টি কূপ খননে ব্যয় ধরা হয় প্রায় ১শ ৭৫ কোটি টাকা। কসবা-১ কূপ সাড়ে ৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত। এ অনুসন্ধানী কূপের খনন কাজ এক-তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে। চলতি মাসেই এ কূপের খনন কাজ শেষ হওয়ার কথা। কসবা-১ কূপের ২৪ হাজার ৪৪ মিটার খনন কাজ শেষ হয়েছে। ভ্যার্টিকাল (খাড়াখাড়ি) পদ্ধতিতে মাটির ৩ হাজার মিটার গভীরে ড্রিলিং পাইপ বসানো হবে। তবে ২ হাজার ৫শ ৪৪ মিটার তলদেশ থেকে এ সমস্যা দেখা দেয়। একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ২টি গ্যাস জোনের উপস্থিতির আলামত পাওয়া গেছে।
×