ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনের উদ্বৃত্ত বাণিজ্য বেড়েছে ৩ হাজার কোটি ডলার

প্রকাশিত: ০৫:০৯, ১৫ জুলাই ২০১৮

চীনের উদ্বৃত্ত বাণিজ্য বেড়েছে ৩ হাজার কোটি ডলার

নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার পরও জুনে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে প্রায় ৩ হাজার কোটি ডলার। চীনা পণ্যে যুক্তরাষ্ট্র ৩ হাজার ৪শ’ কোটি ডলারের শুল্কারোপের পর এ পরিসংখ্যান প্রকাশ করা হয়। চীনা ২০ হাজার কোটি ডলারের আমদানি পণ্যে আরো ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গেলো ৬ মাসে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের রফতানি বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। বর্তমানে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত ১৩ হাজার ৩৭৬ কোটি ডলার, গত বছর যা ছিল ১১ হাজার ৭শ ৫১ কোটি ডলার। বাণিজ্যিক সম্পর্ক জোরদার থাকায় শুল্কারোপে চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব বাণিজ্যের ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। -অর্থনৈতিক রিপোর্টার
×