ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতের পুঁজিবাজারে সেনসেক্সের রেকর্ড

প্রকাশিত: ০৫:০৮, ১৫ জুলাই ২০১৮

 ভারতের পুঁজিবাজারে সেনসেক্সের রেকর্ড

বৃহস্পতিবার সর্বকালীন রেকর্ড গড়েছে ভারতীয় শেয়ারবাজারের সেনসেক্স মূল্যসূচক। এদিন বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স পৌঁছে যায় ৩৬ হাজার ৬৯৯.৫৩ পয়েন্টে। নির্দিষ্ট কোনও দিনে যে কোনও সময়ের হিসেব ধরলে এই উচ্চতা সর্বকালীন রেকর্ড। দিনের শেষে সূচক কিছুটা নেমে এসে দাঁড়ায় ৩৬ হাজার ৫৪৮.৪১ পয়েন্টে। এটিও সর্বকালীন রেকর্ড। এর আগে সেনসেক্স রেকর্ড গড়েছিল এই বছরেরই জানুয়ারির ২৯ তারিখে। সেই রেকর্ড ছিল ৩৬,৪৪৩.৯ পয়েন্ট। ভেঙ্গে গেল সেই রেকর্ড। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটিও এদিন পেরিয়ে যায় ১১ হাজার পয়েন্ট। দিনের শেষে তা গিয়ে দাঁড়ায় ১১০২৩.২ পয়েন্টে। পাঁচ মাস পর ১১ হাজার পয়েন্ট পেরোল নিফটি। -অর্থনৈতিক রিপোর্টার
×