ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১১৮ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৫:০৭, ১৫ জুলাই ২০১৮

 ব্লক মার্কেটে ১১৮ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩টি কোম্পানি ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১১৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৫ কোটি টাকা বা ৪৩ শতাংশ বেশি। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : উসমানিয়া গ্লাস, স্যোসাল ইসলামী ব্যাংক, অলিম্পিক, পেনিনসুলা, গ্রামীণ ওয়ান : স্কিম টু, এইচআর টেক্সটাইল, রেনেটা, প্যাসিফিক ডেনিম, ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, আইডিএলসি, সামিট পাওয়ার, সালভো কেমিক্যাল, প্যারামাউন্ট টেক্সটাইল, সিঙ্গার বিডি, গ্রামীণফোন, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ড্রাগন সোয়েটার, লিগ্যাসি ফুটওয়্যার, প্রাইম টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, আরএসআরএম স্টিল, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড, বিডি অটোকার, শেফার্ড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এটলাস বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, একমি ল্যাবরেটরিজ এবং ব্যাংক এশিয়া। বিদায়ী সপ্তাহে এসব কোম্পানির মোট ১১৭ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৫ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা বা ৪৩ শতাংশ বেশি। আগের সপ্তাহে ব্লক মার্কেটে ৮২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছিল। বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্যোসাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ১৭ কোটি ৮৫ লাখ ৮ হাজার টাকায় ১ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৪০টি শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। এছাড়া উসমানিয়া গ্লাসের ৩ কোটি ৭৬ লাখ ৩০ হাজার টাকার, অলিম্পিকের ২৯ লাখ ৯০ হাজার টাকার, পেনিনসুলার ২ কোটি ১২ লাখ টাকার ও গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৮ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
×