ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবি ও ভাষাসংগ্রামী সাবির আহমেদ চৌধুরীর ৯৫তম জন্মদিন আজ

প্রকাশিত: ০৫:০৬, ১৫ জুলাই ২০১৮

কবি ও ভাষাসংগ্রামী সাবির আহমেদ চৌধুরীর ৯৫তম জন্মদিন আজ

সংস্কৃতি ডেস্ক ॥ ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী ও অন্যতম সংগঠক সাবির আহমেদ চৌধুরীর ৯৫তম জন্মদিন আজ। সাবির আহমেদ চৌধুরী আজকের দিনে নরসিংদী জেলার হাড়িসাঙ্গান গ্রামে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ, সমাজসেবক, নন্দিত মানবতাবাদী কবি ও গীতিকার। তার জীবন-কর্ম, দর্শন ও সাহিত্য সাধনা নিয়ে ইতোমধ্যে তিনজন গবেষক রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তাঁর রচিত গ্রন্থ সংখ্যা ২০টি। সাবির জীবন দর্শন নিয়ে দেশ-বিদেশের লেখক গবেষক কর্তৃক রচিত ও প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২২টি। সম্প্রতি সাবির আহমেদ চৌধুরীর জীবন-দর্শন ও সাহিত্য কর্ম নিয়ে উপমহাদেশের প্রায় দুইশত মনীষীর মূল্যায়ন ও মতামত নিয়ে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং এম আর মাহবুবের সম্পাদনায় প্রকাশ হয়েছে ‘সুধী-দৃষ্টিতে সাবির দর্শন’ শীর্ষক গ্রন্থ। গ্রন্থ রচনার পাশাপাশি তিনি ভাষা আন্দোলনের সূচনালগ্ন ১৯৪৭ সাল থেকে এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি অনবদ্য ভূমিকা পালন করেন। ১৯৫৫ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি দৈনিক ইত্তেহাদের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মাসিক সাহিত্য পত্রিকা ‘জলসিড়ি’র সম্পাদক ছিলেন তিনি। আজও সাবির আহমেদ চৌধুরী নিরন্তরভাবে লেখালেখি করে যাচ্ছেন।
×