ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চতুর্থ মৌসুমে দুরন্ত টিভির একাধিক নতুন অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:০৫, ১৫ জুলাই ২০১৮

 চতুর্থ মৌসুমে দুরন্ত টিভির একাধিক নতুন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ দুরন্ত কার্যালয়ে দুরন্ত টেলিভিশনের চতুর্থ মৌসুমে নতুন অনুষ্ঠান প্রচারের ঘোষণা উপলক্ষে সম্প্রতি বনানীতে চ্যানেল কার্যালয়ের এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দুরন্ত টেলিভিশনের চতুর্থ মৌসুমের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ধারাবাহিক পাপেট নাটকের ভাবনা ও সৃজনকারী ড. রশীদ হারুন, পরিচালক মিথুন হাসান ও মোহাম্মদ আলী, ধারাবাহিক নাটক ‘শহর থেকে দূরে’-এর মূল গল্প রচয়িতা কামাল বায়জিদ, পরিচালক সাঈদ রিংকু, ধারাবাহিক ‘পঞ্চভুজ’-নাটকের পরিচালক আবু রেজওয়ান ইউরেকা এবং নাটকসমূহের অন্যান্য কলা-কুশলীরা। ড. রশীদ হারুন বলেন, পাপেট নিয়ে ধারাবাহিক নাটক প্রচার করার জন্য দুরন্তকে ধন্যবাদ। নতুন মৌসুমে ‘খাট্টা-মিঠা’ ধারাবাহিকে এলিয়েন পাপেটদের সঙ্গে খাট্টা-মিঠার দেখা হবে। মোহাম্মদ আলী হায়দার দুরন্ত’র নতুন অনুষ্ঠানগুলোর সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। তিনি বলেন, দেখতে দেখতে তিনটি মৌসুম পেরিয়ে দুরন্ত চতুর্থ মৌসুমে পদার্পণ করছে। আমরা সব সময় চেষ্টা করেছি শিশুদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করার। বিনোদনের মাধ্যমেই শিশুরা অনেক কিছু শিখে নেয়। চতুর্থ মৌসুমের অনুষ্ঠানগুলোও শিশুরা অনেক পছন্দ করবে।
×