ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের প্রস্তুতি এগিয়ে চলছে

প্রকাশিত: ০৪:৫১, ১৫ জুলাই ২০১৮

  ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের প্রস্তুতি এগিয়ে চলছে

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মস্কোর বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগে উত্তেজনার সৃষ্টি হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশনেতা ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠকের প্রস্তুতি পরিকল্পনা মতোই এগিয়ে-যাচ্ছে বলে হোয়াইট হাউস বলেছে। খবর বিবিসি অনলাইনের। দুই নেতা সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে শীর্ষ বৈঠকে বসছেন। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের বলেছেন, বৈঠকের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। কিন্তু ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ১২ রুশ সামরিক গোয়েন্দা কর্মকর্তা হস্তক্ষেপ করেছেন বলে যুক্তরাষ্ট্র শুক্রবার অভিযোগ তুললে শীর্ষ বৈঠক বাতিলের জন্য শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা আহ্বান জানিয়েছেন। রাশিয়া এর পক্ষে বলেছে, তারা বৈঠকের অপেক্ষায় আছেন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উসাকভ বলেছেন, আমরা ট্রাম্পকে আলোচনার অংশীদার বলে বিবেচনা করি। দ্বিপক্ষীয় সম্পর্ক অবস্থা খুবই খারাপ। আমরা বিষয়টিকে সুষ্ঠু পথে নিয়ে আমার কাজ শুরু করতে চাই। যুক্তরাষ্ট্র অভিযোগে বলেছে, রুশরা ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক কর্মকর্তাদের কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকিং চালিয়েছেন। এ অভিযোগে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে শুরু হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ অভিযোগ সোমবারের শীর্ষ বৈঠকের আগে পরিবেশ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশে একরাশ ষড়যন্ত্র। মন্ত্রণালয় বলেছে, একডজন কর্মকর্তা বা সামরিক গোয়েন্দাদের কারও এ ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ নেই। কিন্তু মার্কিন ডেপুটি এ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন জোর দিয়ে বলেছেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য নির্বাচনের ওপর প্রভাব ফেলেছে অবশ্যই। রুশ সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ২০১৬ সালের মার্চে হিলারি ক্লিন্টনের প্রচার স্টাফের ইমেইল এ্যাকাউন্টে সাইবার হামলা শুরু করে বলে অভিযোগ রয়েছে। তারা ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) প্রধানের গোপন তথ্য চুরির জন্য কী স্ট্রোক রিডিং সফটওয়্যার ব্যবহার করেছেন এবং দলের কম্পিউটারে হ্যাকিং করেছেন বলে অভিযোগ করা হয়। রোজেনস্টেইন বলেন, রুশরা হাজার হাজার চুরি করা ইমেল মুক্ত করার জন্য ‘ডিসিলিকম ও ‘গুসিফার টু পয়েন্ট জিরো’সহ কল্পিত অনলাইন পারসোনা ব্যবহার করেন। তারা একটি রাজ্যের নির্বাচনী বোর্ড ওয়েবসাইট থেকে প্রায় ৫ লাখ ভোটারের তথ্য চুরি করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মের সঙ্গে শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, তিনি, নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে রুশ প্রেসিডেন্টকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। কিন্তু শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা এ অভিযোগের পর পরিকল্পিত শীর্ষ বৈঠক বাতিল করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টের কাছে। ডিএনসিয়ের চেয়ারম্যান টম পেরেজ বলেছেন, পুতিনের সঙ্গে সোমবারের বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্পের অবশ্য বাতিল করা উচিত। সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চাকশুমার বলেছেন, রাশিয়া ভবিষ্যত মার্কিন নির্বাচনগুলোতে হস্তক্ষেপ করবে না বলে নিশ্চয়তাসহ খোলাখুলি ও স্বচ্ছ উদ্যোগ গ্রহণের আগ পর্যন্ত ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করা উচিত। রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেছেন, প্রেসিডেন্ট পুতিনকে জবাবদিহি করা ছাড়া বৈঠকের প্রস্তুতি সামনে অগ্রসর হওয়া উচিত নয়। এদিকে ফিনল্যান্ডে দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটির এ সময়ে পুলিশ ও কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্যে ডেকে পাঠানো হয়েছে। কারণ হেলসিংকিতে সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। ঐতিহাসিক এ বৈঠককে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থাসহ কাজে যোগ দেয়ার জন্য ছুটিতে থাকা পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ডাকা হয়েছে।
×