ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে কারখানায় বিস্ফোরণ ॥ কয়েক সন্দেহভাজন গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫০, ১৫ জুলাই ২০১৮

  চীনে কারখানায়  বিস্ফোরণ ॥ কয়েক সন্দেহভাজন গ্রেফতার

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষ ‘কয়েকজন’ সন্দেহভাজনকে আটক করেছে। বিস্ফোরণে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপির। স্থানীয় জননিরাপত্তা প্রশাসনের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, চীনের সিচুয়ান প্রদেশের ইবিন নগরীর শিল্প এলাকায় বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ বিস্ফোরণ ঘটে। চীনে শিল্প কারখানায় এটি ছিল সর্বশেষ বিস্ফোরণের ঘটনা। আইনের ঘাটতির কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় নিউজ সাইটে দেয়া বিভিন্ন ছবিতে ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। কোম্পানির মালিকের বরাত দিয়ে চীনের সরকারী বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হাংদা নামের রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
×