ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্বেষমূলক বক্তব্য প্রশমনে ধর্মীয় নেতার ভূমিকার আহ্বান

প্রকাশিত: ০৪:৪৯, ১৫ জুলাই ২০১৮

 বিদ্বেষমূলক বক্তব্য প্রশমনে ধর্মীয় নেতার ভূমিকার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ বিদ্বেষমূলক বক্তব্য প্রশমনে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কারণ তারাই এ সংক্রান্ত চিন্তা-ধারণার প্রসারে পালন করেন মুখ্য ভূমিকা। আমাদের সমাজে শিক্ষার বিস্তার ও ইতিবাচক পরিবর্তন আনতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই বিদ্বেষ সৃষ্টি করে এমন পরিস্থিতি এড়াতে তাদেরকে কাজে লাগাতে হবে। শনিবার রাজধানীর হোটেল লেকশোরে ‘বিল্ডিং এ পিসফুল এ্যান্ড টলারেন্ট সোসাইটি’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। মানবাধিকার সংগঠন আর্টিকেল ১৯ এ কর্মশালার আয়োজন করে। আয়োজক সংগঠনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া পরিচালক তাহমিনা রহমানের সভাপতিত্বে কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও ধর্মীয় তাত্ত্বিক উপস্থিত ছিলেন।
×