ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসায় রাজনাথ সিং

প্রকাশিত: ০৪:৪৬, ১৫ জুলাই ২০১৮

বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসায় রাজনাথ সিং

বিডিনিউজ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির প্রশংসা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ৭ দশমিক ৭৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি তুলে ধরে রাজনাথ সিং বলেছেন, ‘সম্ভবত এটা বিশ্বে এখন সর্বোচ্চ প্রবৃদ্ধি।’ শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সরকার এখন গ্রামীণ জনপদের উন্নয়নের দিকে জোর দিচ্ছে। তিন দিনের সফরে বাংলাদেশে আসা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে শনিবার সকালে গণভবনে যান। বৈঠকে তাদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম। বৈঠকে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে কোন সমস্যার সমাধান সংলাপের মধ্য দিয়ে করতে বিশ্বাসী বাংলাদেশ। এক্ষেত্রে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের বিষয়টি তুলে ধরেন তিনি। সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা প্রধানমন্ত্রী বৈঠকে তুলে ধরেন বলে অতিরিক্ত প্রেস সচিব জানান। শেখ হাসিনা বলেন, এই নীতির আলোকে বাংলাদেশ তার ভূ-খ-ের কোন অংশ অন্য কোন দেশের ওপর সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ব্যবহার হতে দেবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন সময় বৈঠকের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সম্প্রতি কলকাতায়ও তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের মতো সমস্যা সমাধানে আঞ্চলিক সংলাপের ওপর জোর দেন। তবে তিনি একইসঙ্গে বলেন, এক্ষেত্রে কয়েকটি দেশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। রাজনাথ বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গণভবনের এই বৈঠকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) ব্রজ রাজ শর্মাও ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মুখ্য সচিব নজিবুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন ও ফরহাদ উদ্দিন আহমেদ চৌধুরী, আইজিপি জাবেদ পাটোয়ারীও বৈঠকে ছিলেন। ভারতের বৃহত্তম ভিসা সেন্টার চালু হলো বাংলাদেশে ॥ ঢাকার যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা সেন্টার চালু করেছে ভারত ; এটি সারাবিশ্বে দেশটির ভিসা সেন্টারগুলোর মধ্যে সর্ববৃহত। বর্তমানে বাংলাদেশের রাজধানীতে ভারতের চারটি ভিসা সেন্টার চালু রয়েছে, অত্যাধুনিক সুবিধাসম্পন্ন নতুন ভিসা সেন্টার চালু হওয়ার পর ধীরে ধীরে অন্যগুলো গুটিয়ে ফেলা হবে বলে জানানো হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে ভারতীয় ভিসার আবেদনে ই-টোকেন পদ্ধতিও তুলে নেয়া হচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শনিবার যমুনা ফিউচার পার্কে ১৮ হাজার বর্গফুট আয়তনের নতুন ভিসা সেন্টারটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, ‘বিশ্বে এটি ভারতের বৃহত্তম ভিসা সেন্টার। সম্ভবত সারাবিশ্বে যে কোন দেশের এটিই সর্ববৃহত ভিসা সেন্টার।’ অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশী মোহাম্মদ নজরুল ইসলামের হাতে ৫ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা তুলে দেন। আরেক বাংলাদেশী অমল চন্দ্র নট্টের হাতে ভারতের মাল্টিপল টুরিস্ট ভিসা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ভারতীয় দূতাবাস কর্মকর্তারা জানান, মতিঝিল ও উত্তরায় যে ভিসা সেন্টার রয়েছে, তা ১৫ জুলাই গুটিয়ে ফেলা হবে। গুলশান ও মিরপুর রোডের অন্য দুটিও ৩১ অগাস্টের মধ্যে নতুন ভিসা সেন্টারে সরিয়ে আনা হবে। এখন ভিসার আবেদন করতে যে ই-টোকেনের প্রয়োজন হয়, তা ১৫ জুলাইয়ের পর আর লাগবে না। অর্থাৎ সরাসরি আবেদন নেয়া হবে ভিসা সেন্টারে। ভারতে পর্যটকদের মধ্যে বাংলাদেশী নাগরিকদের অবস্থান শীর্ষে। গতবছর ১৪ লাখ বাংলাদেশী ভিসা নিয়ে প্রতিবেশী দেশটিতে গিয়েছিলেন। বাংলাদেশে ভারতের ১২টি ভিসা সেন্টার রয়েছে, বিশ্বের আর কোন দেশে এতটি নেই। নানা অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশীদের জন্য ভিসা সহজ করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত। এখন জ্যেষ্ঠ নাগরিক, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীদের ৫ বছরের মাল্টিপল ভিসা দেয়া হচ্ছে। নতুন যে ভিসা সেন্টার চালু হলো, সেখানে গিয়ে প্রথমে একটি টোকেন নিয়ে ভিসা প্রার্থীদের অপেক্ষা করতে হবে। অপেক্ষার স্থানটিও সুপরিসর এবং শীতাতপ নিয়ন্ত্রিত। ভিসা আবেদন নেয়ার জন্য কাউন্টার থাকবে ৪৮টি। অপেক্ষার সময় চা, কফি পানের ব্যবস্থাও থাকছে। জ্যেষ্ঠ নাগরিক, মুক্তিযোদ্ধা, নারী ও ব্যবসায়ীদের জন্য আলাদা কাউন্টার থাকবে। কারও কিছু প্রিন্ট কিংবা ফটোকপি করার প্রয়োজন হলে তাও করিয়ে নিতে পারবেন নির্দিষ্ট ফি দিয়ে।
×