ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৪, ১৪ জুলাই ২০১৮

শ্রীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে নানার বাড়ি বেড়াতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের খালাত বোন আহত হয়েছে। নিহতরা হলো শ্রীপুর উপজেলার গিলাশ্বর গ্রামের বাবুল হোসেনের মেয়ে সেতু (১৩) ও ছেলে তানজীদ আহমেদ (৭)। এদের মধ্যে সেতু গিলাশ্বর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী এবং তানজীদ আহমেদ গিলাশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মায়েদের সঙ্গে সেতু ও তানজীদ আহমেদ এবং তাদের খালাত বোন সুমাইয়া শ্রীপুরের দুর্লভপুর গ্রামে নানা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে যায়। বিকেলে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে অন্য শিশুদের সঙ্গে তারা খেলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে সন্ধ্যায় সেতু, তানজীদ ও সুমাইয়া পুকুরে নেমে পানিতে তলিয়ে যায়। এদিকে অন্য শিশুদের সঙ্গে সেতু, তানজীদ ও সুমাইয়াকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে সেতু ও তানজীদের লাশ উদ্ধার করে। এ সময় গুরুতর অবস্থায় সুমাইয়াকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে সেতু ও তানজীদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সুমাইয়া শঙ্কামুক্ত।
×