ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ত্রুটিতে খুলে গিয়েছে ফেসবুকের বক

প্রকাশিত: ০৭:১৯, ১৪ জুলাই ২০১৮

ত্রুটিতে খুলে গিয়েছে ফেসবুকের বক

বিবিসি নিউজ ॥ বক করা ব্যবহারকারীদের সাময়িকভাবে আনবক করে দেয়- নিজেদের নেটওয়ার্কে এমন ত্রুটি পাওয়ার কথা স্বীকার করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক। এই ত্রুটির কথা প্রকাশ করে প্রতিষ্ঠানটি, এতে অন্তত আট লাখ লোক আক্রান্ত হয়েছে বলে উলেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। চলতি বছর ২৯ মে থেকে ২৫ জুন পর্যন্ত এই ত্রুটি কার্যকর ছিল। মূল ফেসবুক আর মেসেঞ্জার এ্যাপ উভয় প্লাটফর্মেই এটি পাওয়া গিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সোমবার থেকে আক্রান্ত ব্যবহারকারীদের একটি পপ-আপ মেসেজের মাধ্যমের এ তথ্য দেয়া হবে। এক বগ পোস্টে ফেসবুকের প্রধান প্রাইভেসি কর্মকর্তা এরিন এগান বলেন, এই ত্রুটির কারণে আনবক হয়ে যাওয়া কেউ বন্ধুদের সঙ্গে শেয়ার করা কনটেন্টের দেখতে পারেন না কিন্তু তারা বিস্তৃত দর্শকের জন্য পোস্ট করা কনটেন্টগুলো দেখতে পান, যেমন বন্ধুদের বন্ধুর (ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস) সঙ্গে শেয়ার করা ছবি। আমরা জানি কাউকে বক করার ক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ- আর আমরা এ নিয়ে ক্ষমাপ্রার্থী। আক্রান্তদের ৮৩ শতাংশের ক্ষেত্রেই তাদের বক করা মাত্র একজন মানুষ সাময়িকভাবে আনবকড হয়ে গিয়েছেন বলে জানান এগান। সারাবিশ্বে ফেসবুকের প্রায় ২৪০ কোটি ব্যবহারকারীর মধ্যে অল্প অংশ এই ত্রুটিতে আক্রান্ত হলেও, প্লাটফর্মটিতে কারও কাছ থেকে হয়রানি থেকে বাঁচতে যারা বকিং ফিচার ব্যবহার করেন তাদের জন্য এ খবর উদ্বেগজনক। কেমব্রিজ এ্যানালিটিকা কেলেঙ্কারির পর থেকে একের পর এক প্রাইভেসি উদ্বেগ সৃষ্টির মতো খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে ফেসবুক। ঠিক এমন সময়ই এই নতুন খবর প্রকাশিত হলো।
×