ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ জুলাই ২০১৮

  অবশেষে শ্রীনগরে  ইউপি চেয়ারম্যানের  বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ অবশেষে অনেক নাটকীয়তার পর আদালতের নির্দেশে শ্রীনগরে ইউপি চেয়ারম্যান গংয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় পুলিশ মামলা রেকর্ড করেছে। উপজেলার পানিয়া গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রী কুপ্রস্তাবে রাজি না হওয়াতে শ্রীনগর উপজেলার তন্তর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর-ভাংচুর করার ঘটনায় সুমাইয়ার বাবা আলী হোসেন ঈদের দিন শ্রীনগর থানায় একটি অভিযোগ করেন। প্রায় এক মাস পার হয়ে গেলেও রহস্যজনক কারণে শ্রীনগর থানা পুলিশ মামলাটি রেকর্ড করছিলেন না। ভুক্তভোগী সুমাইয়ার মা ফুলমালা বেগম মুন্সীগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি পিটিশন মামলা করেন। জানা যায়, ভুক্তভোগী অসহায় পরিবারের সদস্য আলী হোসেনের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়াকে কুপ্রস্তাব দেয় তন্তর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের ভাই মিনার। ছাত্রী সুমাইয়া কুপ্রস্তাবের বিষয়টি তার বাবা-মার কাছে জানায়। ইউপি চেয়ারম্যান জাকিরের ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করাতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান জাকিরের নেতৃত্বে পলাশ, নিঝু মল্লিন, ফারুক, বজলু, রকিব, হারুন, নাসিরসহ প্রায় ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী কায়দাায় আলী হোসেনের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। ঘরের ভেতরে থাকা ফ্রিজ, হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন আসবাবপত্র পুকুরে ফেলে দেয়। যে কোন সময় পুনরায় সন্ত্রাসী বাহিনী অসহায় পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালাতে পারে এমন ভয়ে পরিবারটি নিকট আত্মীয়সহ বিভিন্ন স্থানে দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে।
×