ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় মন্দিরের মাঠ দখল ॥ রথযাত্রা পালনে অনিশ্চয়তা

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ জুলাই ২০১৮

 নওগাঁয় মন্দিরের মাঠ দখল ॥ রথযাত্রা পালনে অনিশ্চয়তা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ জুলাই ॥ নওগাঁ শহরের ঐতিহ্যবাহী কালিতলা শ্রীশ্রী বুড়াকালি মাতার পূজাম-পের মাঠ দখল করে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কাঠব্যবসায়ীদের বিরুদ্ধে। ব্যবসায়ীরা মাঠ দখল করে সেখানে কারখানা ও কাঠের গুল ফেলে রাখায় এ বছর রথযাত্রা উৎসব পালনে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মাঝে। কাল শনিবার থেকে রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা। ৯ দিনব্যাপী এই উৎসব চলবে। উৎসব উপলক্ষে সেখানে গ্রামীণ মেলা বসে। জেলার বিভিন্ন স্থান থেকে রথাযাত্রা উৎসব দেখতে সনাতন ধর্মাবলম্বী মানুষ সেখানে সমবেত হন। জানা গেছে, প্রায় শত বছর ধরে শহরের কালিতলা এলাকায় ৬৫ শতক জায়গায় কালিতলা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। ওই জমি দুবলহাটি জমিদার হরনাথ কালিতলা মন্দিরের নামে দেবোত্তর সম্পতি হিসেবে দান করেন। ১৯২০ সালের সিএস ও ১৯৭২ সালের এসএ রেকর্ডে জমিটি মন্দিরের নামে থাকলেও ১৯৭২ সালের আরএস রেকর্ডে জমিটি খাস খতিয়ানভুক্ত দেখানো হয়। পরে বিষয়টি জানতে পেরে মন্দির কমিটি ওই জমির প্রকৃত মালিকানা নির্ধারণ ও জমিটির ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন। পরবর্তীতে ১৯৯২ সালে আদালত ওই জমির ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। মালিকানা নিয়ে এখনও মামলা চলছে। এক সময় ওই জায়গাটি নওগাঁ পৌরসভা কর্তৃপক্ষ মন্দির কমিটির কাছ থেকে ইজারা নিয়ে সেখানে গরুর হাট বসাতো। কিন্তু ২০০৮ সালের পৌরসভা আর ওই স্থানটি ইজারা নেয়নি এবং সেখান থেকে গরুর হাট সরিয়ে শহরের বরুনকান্দি এলাকায় বসাতে শুরু করে। সম্প্রতি স্থানীয় কিছু কাঠ ব্যবসায়ী ওই স্থানটি দখল করে সেখানে স মিল (কাঠ কাটার কারখানা) স্থাপন করে ব্যবসা করতে শুরু করে। মন্দির কমিটির লোকজন বাধা দিতে গেলে তারা ওই জায়গা পৌরসভার কাছ থেকে ভাড়া নিয়েছে বলে দাবি করে। চলতি বছর রথযাত্রা উৎসব উপলক্ষে মাঠটি ফাঁকা করে দিতে মন্দির কমিটি পৌরসভা কর্তৃপক্ষকে চিঠি দিলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া রথযাত্রা উৎসব নিয়ে সংশয় দেখা দিয়েছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে।
×