ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোশাক শিল্পে মজুরি ১৬ হাজার টাকা দাবি

প্রকাশিত: ০৬:৪৪, ১৪ জুলাই ২০১৮

 পোশাক শিল্পে মজুরি ১৬ হাজার টাকা দাবি

স্টাফ রিপোর্টার ॥ পোশাক শিল্পে অবিলম্বে ১৬ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এসময় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের উর্ধগতি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, আরএমজি ওয়ার্কার্স ফোরাম ও বাংলাদেশ মেটাল ক্যামিক্যাল গার্মেন্টস এ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশন মানববন্ধন ও মিছিলের আয়োজন করে। বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের মহাসচিব তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মেটাল ক্যামিক্যাল গার্মেন্টস এ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান প্রমুখ।
×