ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৪৬৪ গ্রাম সোনা উদ্ধার

প্রকাশিত: ০৬:৪০, ১৪ জুলাই ২০১৮

শাহজালালে ৪৬৪ গ্রাম সোনা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৪৬৪ গ্রাম ওজনের চারটি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে এ সোনা জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ২৩ লাখ ২০ হাজার টাকা বলে ধারণা সংশ্লিষ্টদের। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসা ফ্লাইটটির ছয় যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় দুজনের প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ওই যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দাবি করেন, সোনার বারগুলো তাদের নয়। দুবাই থেকে চট্টগ্রামে আসা এক যাত্রীর এ সোনার বার কিছু অর্থের বিনিময়ে তারা বহন করেছেন।
×