ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩ বছর আয়কর সুবিধা পেয়েছে ইস্পাহানি আই হসপিটাল

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ জুলাই ২০১৮

   ৩ বছর আয়কর সুবিধা পেয়েছে ইস্পাহানি আই হসপিটাল

স্টাফ রিপোর্টার ॥ শর্ত সাপেক্ষে তিন বছর আয়কর সুবিধা পেয়েছে ‘ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল’। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সুবিধার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, শর্ত সাপেক্ষে তিন বছরের জন্য ‘ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হসপিটাল’-এর জনকল্যাণ ও সেবামূলক কার্যক্রম হতে অর্জিত আয়ের ওপর আরোপিত আয়কর প্রদান হতে অব্যাহতি প্রদান করা হলো। শর্ত হিসেবে উল্লেখ করা হয়, অব্যাহতিপ্রাপ্ত আয় কেবল ‘ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হসপিটাল’-এর শিক্ষা, জনকল্যাণ ও স্বাস্থ্যসেবা খাতে ব্যবহার করতে হবে। উক্ত ইনস্টিটিউট ও হাসপাতালকে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট এনবিআরের প্রথম সচিব সৈয়দ জাকির হোসেন জনকণ্ঠকে বলেন, এটি আগেও ছিল। সেবামূলক প্রতিষ্ঠানকে এসব সুবিধা দেয়া হয়। এই হাসপাতাল ছাড়াও আরও বেশকিছু হাসপাতাল ও সেবামূলক প্রতিষ্ঠান এ সুবিধা পাচ্ছে বলেও জানান তিনি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রজ্ঞাপন ২০১৫ সালের ৩০ মে থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
×