ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন ভাঁজের ফোন

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ জুলাই ২০১৮

 তিন ভাঁজের ফোন

দুর্দান্ত সব বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এক্স। হয়ত ২০১৮-র আগস্টেই লঞ্চ হতে পারে এই ফোনটি। এ ফোনে থাকছে ৭ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি এলইডি স্ক্রিন, যা সহজেই দুই থেকে তিনটি ভাঁজে মুড়ে ফেলা যাবে। তবে ফোন ভাঁজ করে রাখা হলেও সম্পূর্ণ খোলার পর ভাঁজের জন্য কোনও রেখা বা দাগ আলাদা করে বোঝা যাবে না গ্যালক্সি এক্স এ। বেশ কয়েকটি সূত্রের দাবি, ১ লাখ বার ভাঁজ করে রাখার পরও স্ক্রিন এবং বডি কোনও রকম ক্ষতিগ্রস্ত হবে না। এই ফোনে ৬ জিবি র‌্যাম থাকার কথা। ফোনের ইন্টারনাল মেমোরি ১২৮ জিবির আশপাশে রাখা হবে। কোয়াড কোর প্রসেসর সম্বলিত এই ফোনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। উন্নতমানের রিয়ার ক্যামেরাটি ১৮ মেগাপিক্সেলের। ক্যামেরায় থাকছে একাধিক অত্যাধুনিক ফিচার। বাংলাদেশে এই ফোনটির দাম ৪৭ হাজার ২৩০ টাকার কাছাকাছি হতে পারে বলে মনে করা হচ্ছে। দ্য ভার্জ অবলম্বনে।
×