ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দায়িত্বজ্ঞানহীনতা...

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ জুলাই ২০১৮

 দায়িত্বজ্ঞানহীনতা...

একটি চীনা বিমান হংকং থেকে চীনের দালিয়ান বন্দরে যাচ্ছিল। এয়ার চীনা সিএ-১০৬ ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ করে অস্বাভাবিকভাবে প্রায় ৬ হাজার মিটার নিচে পড়ে যায়। অল্পের জন্য বিমানটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। বিমানটি যখন নিচে পড়ে যাচ্ছিল, পাইলটরা তখন বিমানের ককপিটে বসে ধূমপান করছিলেন। অভিযোগ উঠেছে পাইলটদের দায়িত্বে অবহেলার কারণেই বিমানটি এমন ঝুঁকিতে পড়েছিল। মঙ্গলবার এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতের ওই ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ করে অস্বাভাবিকভাবে মাত্র ৯ মিনিটেরও কম সময়ে ১০ হাজার মিটার থেকে ৪ হাজার মিটার (১৩ হাজার ১০০ ফুট) ফুট নিচে নেমে আসে। বোয়িং ৭৩৭ বিমানটিতে তখন ১৫৩ জন যাত্রী ছিলেন। এছাড়া ৯ ক্রু ছিলেন। সবশেষ কোন ধরনের দুর্ঘটনা ছাড়া বিমানটি চীনের দালিয়ান বন্দরে পৌঁছে। বিমানটি এভাবে নিচে নেমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের সামনের অক্সিজেন মাস্ক খুলে যায়। এদিকে ওই ফ্লাইটের দু’জন যাত্রী এ ঘটনার ভিডিও এবং ছবি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ওই ছবি ও ভিডিওতে যাত্রীদের চোখের সামনে অক্সিজেন মাস্ক খোলা অবস্থায় দেখা গেছে। চীনা সাইট ওইবোতে একজন যাত্রী লিখেছেন, ‘ককপিট থেকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানে অক্সিজেন কমে গিয়েছিল। তবে এটি দ্রুত সারিয়ে তোলা সক্ষম হবে।’ এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।-সিএনএন অবলম্বনে।
×