ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে বন্দুকযুদ্ধ, অপহৃত আট জেলে উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৫, ১৪ জুলাই ২০১৮

 সুন্দরবনে বন্দুকযুদ্ধ, অপহৃত আট জেলে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর অপহৃত আট জেলে ও আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বিপুল চিংড়ি পোনা ও কচ্ছপ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। বৃহস্পতিবার রাত তিনটায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অধীন সিজি বেস মংলা, সিজি স্টেশান কৈখালী, দোবেকী, কয়রা ও সিজিএস নোয়াখালী সম্মিলিতভাবে বিশেষ অভিযান চালায়। অভিযানে কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলি থেমে গেলে কোস্টগার্ড সেখানে অভিযান চালিয়ে আট জেলে ও একটি নৌকা, দুটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করে। কোস্টগার্ড সদর দফতরের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত জেলেদের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মাটিভাঙ্গা এলাকা থেকে বনদস্যুরা অপহরণ করেছিল। গোলাগুলির এক পর্যায়ে বনদস্যুরা অপহৃত জেলেদের রেখেই পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল কৈখালী ফরেস্ট অফিসে, জেলেদের রমজান নগর ও মুনিসগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে শুক্রবার দুপুরে খুলনা জেলার রূপসা খান জাহান আলী ব্রিজের কাছে অভিযান চালিয়ে ৫৭ লাখ চিংড়ি পোনা ও ৭৩টি বিরল প্রজাতির জীবন্ত কচ্ছপ জব্দ উদ্ধার করেছে কোস্টগার্ড। জব্দকৃত চিংড়ি পোনা ও কচ্ছপের দাম প্রায় এক কোটি ১৫ লাখ টাকা। পরে সেগুলো রূপসা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদীতে ছেড়ে দেয় কোস্টগার্ড বাহিনী।
×