ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

প্রকাশিত: ০৫:৩৪, ১৪ জুলাই ২০১৮

  নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে  কৃষক নিহত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৩ জুলাই ॥ জেলার কলমাকান্দা উপজেলার সারারকোনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে জুলহাস মিয়া (৩২) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুলহাস মিয়া ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। জানা গেছে, পোগলা ইউনিয়নের সারারকোনা গ্রামের কামরুল ইসলামের সঙ্গে নিহতের ভাই সেলিমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কামরুল, ওয়াসিম, আলাউদ্দিন ও মাহতাবসহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে সেলিমের পরিবারের ওপর হামলা চালায়। হামলায় সেলিম, জুলহাস, শামীম ও ইয়াসমিনসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত জুলহাসকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান। এদিকে শামীম ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা আব্দুল হেকিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার প্রস্তুতি চলছে।
×