ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বাস করুন আর নাই করুন

প্রকাশিত: ০৫:৩৩, ১৪ জুলাই ২০১৮

 বিশ্বাস করুন আর নাই করুন

মানুষের শখের অন্ত নেই। তবে এর মধ্যে ব্যতিক্রম এক উদাহরণ পাওয়া গেল ভারতে। দেশটির শ্রীধর চিল্লাল নামের এক ব্যক্তির হাতের নখের দৈর্ঘ্য ছিল পাক্কা ২৯ ফুট ১০ ইঞ্চি। পুনের এই বাসিন্দা গত বুধবার পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘ নখের মালিক ছিলেন। এ জন্য গিনেজ বুক কর্তৃপক্ষ তাকে সন্মাননা দিয়েছে। এরপর টানা ৬৬ বছর পর নিজের নখ কাটেন বর্তমানে ৮২ বছর বয়সী এই বৃদ্ধ। ১৪ বছর বয়স থেকে নখ রাখা শুরু করেন তিনি। বুধবার নখ কাটার পর-আপনি কেন এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলেন-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শ্রীধর চিল্লাল বলেন, আমার এক শিক্ষকের কথায় আমি নখ রাখা শুরু করি। তিনি আমাকে বলেছিলেন, তুমি এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার যোগ্য নও। কারণ হাতের নখ বড় করতে অনেক যত্ন নেয়ার দরকার হয়। তুমি জীবনের প্রতি সচেতন নও। তাই তুমি হাতের নখ বড় করতে পারবা না। শ্রীধর চিল্লাল বলেন, শিক্ষকের ওই কথার পর আমার মধ্যে একপ্রকার জিদ তৈরি হয়। আর আমি নখ বড় করতে থাকি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিলিভ ইট অর নট-যাদুঘরের সামনে বুধবার এই নখ কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৃশ্যটি দেখতে বহু লোক উপস্থিত হয়। টাইম স্কয়ারের সামনের ওই যাদুঘরে শ্রীধর চিল্লালের ওই নখ দীর্ঘদিন প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।-দ্যা গার্ডিয়ান অবলম্বনে।
×