ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভরা বর্ষায়ও পদ্মা সেতুর কর্মযজ্ঞ চলছে পুরোদমে

প্রকাশিত: ০৫:৩৩, ১৪ জুলাই ২০১৮

   ভরা বর্ষায়ও  পদ্মা সেতুর  কর্মযজ্ঞ  চলছে  পুরোদমে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ ভরা বর্ষায়ও পদ্মা সেতুর কর্মযজ্ঞ চলছে পুরোদমে। পদ্মা সেতুর সর্বশেষ টেস্ট পাইল বসানো হচ্ছে এখন। এটি বসানো হবে মাঝ পদ্মায় অর্থাৎ ২৫ থেকে ২৮ নম্বর খুঁটির মাঝামাঝি স্থানে। তিন মিটার ডায়া বিশিষ্ট এ টেস্টিং পাইল স্থাপনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতোমধ্যে কুমারভোগ ওয়ার্কশপে পাইলের টিউব তৈরি করা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে এটি স্থাপন শুরু হবে। ‘ডিটি ১০’ নম্বর এই টেস্টিং পাইল স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল প্রায় তিন মাস আগে। এদিকে দ্রুতগতিতে নদীতে চলছে পাইল ড্রাইভের কাজ। এ পর্যন্ত ২৬২ পাইলের মধ্যে ১৫৫টি পাইল স্থাপন হয়ে গেছে। অন্যগুলোর কাজ দ্রুত এগুচ্ছে। ১১টা পাইলের বটম সেকশন সম্পন্ন হয়েছে। অন্যগুলোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ৬.১৫ কিলোমিটার এই পদ্মা সেতুর দু’প্রান্ত আরও প্রায় দেড় কিলোমিটার করে ৩ কিলোমিটার সংযোগ সেতুর (ভায়াডাক্ট) কাজ চলছে। এ কাজও দ্রুত এগিয়ে চলছে। মাওয়া প্রান্তে ১৭২টি পাইলের সবক’টিই স্থাপন হয়ে গেছে এবং জাজিরা প্রান্তে ১৯৩টি পাইল স্থাপন হয়ে গেছে। মোট ৩৬৫টি পাইল সম্পন্ন হয়েছে। এখন জাজিরা প্রান্তে পাইলের ওপর ৪১টি ক্যাপ বসানো হচ্ছে। এর মধ্যে ৩৩টি ক্যাপ বসানো হয়ে গেছে। মাওয়া প্রান্তে ৩৯টি পাইলের ওপর ক্যাপ বসবে। তবে দেরিতে শুরু হওয়ায় এ প্রান্তে ১১টি ক্যাপ বসানো হয়েছে। এ পর্যন্ত পদ্মা সেতুর ৫টি স্প্যান বসানো হয়েছে। এরই মধ্য দিয়ে পদ্মা সেতুর পৌনে এক কিলোমিটার দৃশ্যমান হয়েছে। ৬ নম্বর স্প্যান বসবে আগামী মাসে। ৬নং এই স্প্যানটি বসবে ৩৬-৩৭ নং পিলারের ওপর। এখন ৬নং স্প্যানটি মাওয়ার কুমারভোগ বিশেষায়িত ওয়ার্কসপে প্রিন্টিং শপে নেয়া হয়েছে। স্প্যানটির রঙের কাজ চলছে। ৩৭নং খুঁটির কাজ আগেই শেষ হয়েছিল। ৩৬নং খুঁটির কাজ এখন দ্রুত এগিয়ে চলেছে। ভরা বর্ষায় পদ্মায় উত্তাল থাকার পরও কাজের গতি এতটুকু কমেনি। পাইল স্থাপনসহ অন্যান্য কাজ চলমান রয়েছে। এছাড়া একই গতিতে চলমান রয়েছে স্লাব তৈরির কাজ। স্পানগুলোর মাঝের ফাঁকা জায়গায় স্লাবগুলো বসবে। এই স্লাব ট্রেন চলার জন্য বসবে নিচে আর গাড়ি চলার জন্য বসবে ওপরে। রেল চলাচলের জন্য ৩ হাজার ৫০টি রেলওয়ে বক্স স্লাব বসনো হবে। একই পরিমাণ রোডওয়ে বক্স স্লাব বসানো হবে বিভিন্ন যানবাহন চলাচলের জন্য। ইতোমধ্যে রেলওয়ে বক্স স্লাবের ৪৫০টি স্লাব হয়ে গেছে। রোডওয়ে বক্স স্লাব ১২টা সম্পন্ন হয়েছে। বাকি স্লাবগুলো তৈরির কাজ চলছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতু রুপ নিচ্ছে বাস্তবে।
×