ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হজ ফ্লাইট শুরু আজ

সব হজযাত্রীর ডাটা এন্ট্রি প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিত: ০৫:৩০, ১৪ জুলাই ২০১৮

 সব হজযাত্রীর ডাটা এন্ট্রি প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ সব হজযাত্রীর পূর্ণাঙ্গ ডাটা এন্ট্রির প্রশিক্ষণ কাজ সমাপ্ত করা হয়েছে। এ জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে অনলাইনে সৌদি ই-হজ সিস্টেমে প্রি-এ্যারাইভাল ডাটা এন্ট্রি সংক্রান্ত এক প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার আশকোনায় বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা স্কাইপির মাধ্যমে এ প্রশিক্ষণে যোগ দেন। এ প্রশিক্ষণে যোগ দিতে স্কাইপি ঠিকানা [email protected]। চলতি বছর হজ ফ্লাইট উড্ডয়নের ৭২ ঘণ্টা আগে যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে সৌদি সরকার। কোন দিন কোন ফ্লাইটে কতজন হজযাত্রী জেদ্দায় নামবে, তারা কোন বাড়িতে যাবে, কোন মোয়াল্লেম তাদের অভ্যর্থনা জানাবে তা নিশ্চিত করতে এ নিয়ম চালু করেছে সৌদি সরকার। সৌদি ই-হজ সিস্টেমে কীভাবে ইনপুট দিতে হবে তা বিভিন্ন এজেন্সিকে অবহিত করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। আশকোনা হজ ক্যাম্পেও গতকাল থেকে শুরু হয়েছে হজযাত্রীদের বিশেষ বয়ান। হজযাত্রীরা মক্কা, মদিনা, আরাফাত, মুজদালিফা ও মিনায় কিভাবে মবরুর হজ পালন করবেন সে বিষয়ে পরিপূর্ণ প্রশিক্ষণ দেয়া হবে হজ ক্যাম্প মসজিদে। এতে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আলেমগণ। এদিকে আজ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। সকালে বেসামরিক বিমান মন্ত্রী ও ধর্মমন্ত্রী বিমানের প্রথম ফ্লাইটের শুভ উদ্বোধন করবেন। আজ শনিবার দিনভর বিমানের নিজস্ব চার ডেডিকেটেট ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ১৬৭০ জন। বিমানের সিডিউল ফ্লাইটে কিছু হজযাত্রী যাবেন। পাশাপাশি সাউদিয়া এয়ারলাইন্সেরও তিনটি বিশেষ ফ্লাইটেও আরও অন্তত ২ হাজার হজযাত্রী প্রথম দিনের ফ্লাইটে সৌদি আরব রওনা হবেন। প্রথম দিনের হজযাত্রী জেদ্দা বিমান বন্দরে অবতরণের পর তাদের অর্ধেক পাঠানো হবে মদিনায় অর্ধেক মক্কায়। এ বছর সরকারী ব্যবস্থাপনায় ৬ হাজার ১৯৮ জন ও বেসরকারী ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার বাংলাদেশী হজে যাবেন। এর বাইরে আরও অন্তত দুই হাজার স্বেচ্ছাসেবী, সরকারী আমলা, রাজনীতিক, মুক্তিযোদ্বা ও অন্য পেশার লোকজন সরকারী ব্যয়ে হজ পালন করতে যাবেন। তারা বিশেষ বারকোডের মাধ্যমে হজ পালনের সুযোগ পাবেন।
×