ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে বলা হয়েছে, ‘দুর্বল নেতৃত্বের’ বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে না

আওয়ামী লীগই এগিয়ে ॥ সংসদ নির্বাচন নিয়ে এবার বিএমআই রিপোর্ট

প্রকাশিত: ০৫:২২, ১৪ জুলাই ২০১৮

আওয়ামী লীগই এগিয়ে ॥ সংসদ নির্বাচন নিয়ে এবার বিএমআই রিপোর্ট

স্টাফ রিপোর্টার ॥ মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আইআরআইয়ের পর এবার আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বিজনেস মনিটর ইন্টারন্যাশনাল রিসার্চের (বিএমআই) প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচনের সম্ভাব্য নানা দিক। আইআরআইয়ের মতো বিএমআইয়ের প্রতিবেদনেও বলা হয়েছে, জনসমর্থনে বিএনপির তুলনায় এগিয়ে আওয়ামী লীগ। লন্ডনভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠানের সর্বশেষ বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনসমর্থনে এগিয়ে থাকবে। ‘দুর্বল নেতৃত্বের’ বিএনপি আওয়ামী লীগের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে না। বিশ্বের দুইশ’রও বেশি দেশে রাজনৈতিক ঝুঁকি নিরূপণের কাজ করে বিএমআই রিসার্চ। শুক্রবার সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যেখানে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনের সময় জনসমর্থনে এগিয়ে থাকবে। প্রতিবেদনে তাদের এমন অবস্থানের কারণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত ফেব্রুয়ারিতে দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় কারাগারে যাওয়ার পর দলটির শক্তি অনেকাংশে হ্রাস পেয়েছে। বিএনপি নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে অনশন, মানববন্ধনের মতো যেসব রাজনৈতিক কর্মসূচী পালন করে আসছেন, তাতে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ওপর তেমন কোন প্রভাব পড়বে বলে মনে হয় না। বিএনপিকে বর্তমান প্রেক্ষাপটের কারণে ‘দুর্বল নেতৃত্বের বিএনপি’ হিসেবে মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলটির শক্তি অনেকাংশে হ্রাস পেয়েছে, পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে এবং দেশে বহু নেতা গ্রেফতার থাকায় বিএনপির নেতৃত্বে শক্তিশালী নেতার সঙ্কট তৈরি হয়েছে। ‘দুর্বল নেতৃত্বের বিএনপি’ আগামী নির্বাচনে আওয়ামী লীগের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে না। প্রতিবেদনে আওয়ামী লীগের সম্ভাব্য শক্ত অবস্থানে থাকার কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে বিএনপির বিপরীতে আওয়ামী লীগের অবস্থা উল্টো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে দলটির নেতৃত্ব দিয়ে আসছেন। কয়েক মেয়াদে তিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন। গত মে ও জুন মাসে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বড় জয়ের মধ্যেও বিএনপির সমর্থন কমার আভাস পাওয়া গেছে। আগামী সংসদ নির্বাচনে গত নির্বাচনের আগে পড়ে বিএনপি-জামায়াত জোটের নাশকতার পুনরাবৃত্তির আশঙ্কাও করছে বিএমআই। প্রতিবেদনে বলা হয়েছে, নির্দলীয় সরকারের অধীনে ভোট করার দাবি জানিয়ে আসা বিএনপি খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে। তাই আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে আগের মতো সহিংসতার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেয়া যায় না। অন্যদিকে তাদের নির্দলীয় সরকারের দাবি বরাবরই নাকচ করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে ২০১৪ সালের মতো এবারও বিএনপির নির্বাচন বর্জনের সম্ভাবনা থেকেই যাচ্ছে। নির্বাচনের আগে-পরে তাদের সহিংস আন্দোলনের আশঙ্কাও আমরা নাকচ করতে পারছি না। প্রতিবেদনে সদ্য দেয়া বাজেট ও দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আওয়ামী লীগের রাজনৈতিক সুবিধা পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভর্তুকি, কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ আগের বছরের তুলতায় যথাক্রমে ২৭ দশমিক ৯, ২৪ দশমিক ৮ ও ৮ দশমিক ৯ শতাংশ বাড়িয়েছে। রাজনৈতিক বাস্তবতার পাশাপাশি ভোটের বছরের বাজেটে গ্রামের কৃষিজীবী মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যেসব সুবিধা দেয়া হয়েছে, তার ফলও আওয়ামী লীগ নির্বাচনে পাবে। এদিকে জানা গেছে, বিএমআই রিসার্চ তার এক প্রতিবেদনে ভবিষ্যতের যে ১০টি উদীয়মান বাজার চিহ্নিত করেছিল তার মধ্যে প্রথম ছিল বাংলাদেশ। সংস্থারটির মতে, আগামী ১০ বছরে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হবে এই ১০ উদীয়মান বাজার। প্রবৃদ্ধি অর্জন ছাড়াও গার্মেন্টস এবং কৃষিভিত্তিক পণ্য রফতানি করে এ দেশ আগামী বছরগুলোতেও জোরালো প্রবৃদ্ধি অর্জন করবে বলে সংস্থারটির একটি প্রতিবেদনে বলা হয়েছে। দ্বিতীয় দেশ মিসর, তৃতীয় ইথিওপিয়া, চতুর্থ ইন্দোনেশিয়া, পঞ্চম কেনিয়া, ষষ্ঠ মিয়ানমার, সপ্তম নাইজিরিয়া, অষ্টম পাকিস্তান, নবম ফিলিপিন্স, দশম উদীয়মান বাজারের সর্বশেষ দেশ ভিয়েতনাম। সংস্থারটির ওই প্রতিবেদনে বলা হয়, এ দেশগুলোর অর্থনীতিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ম্যানুফ্যাকচারিং ও নির্মাণ খাত। নতুন ম্যানুফ্যাকচারিং কেন্দ্র তৈরি হচ্ছে বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তানে। এ দেশগুলো, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং পণ্য রফতানিতে জোরালো প্রবৃদ্ধি দেখাবে। এসব দেশে নির্মাণ খাতও ব্যাপকতা লাভ করবে। মূলত নগরায়ণ এবং ম্যানুফ্যাকচারিং খাতের সম্ভাবনা থেকেই নির্মাণ খাত অনেক বেশি বিস্তৃত হচ্ছে দেশগুলোতে। এর আগে গত মাসে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আইআরআইয়ের জরিপ রিপোর্টে বলা হয়েছিল, শেখ হাসিনার জনপ্রিয়তার কারণেই দল জনপ্রিয়। ক্ষমতায় থাকাকালে স্বৈরশাসন এবং ধর্মীয় চরমপন্থার জন্য আসন্ন সংসদ নির্বাচনে পিছিয়ে থাকবে বিএনপি ও জামায়াত। রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থানে আছে তারেক রহমান। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বর্তমানে অজনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপি ও দলটির প্রধান খালেদা জিয়া, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও পলাতক আসামি তারেক রহমান এবং জামায়াতে ইসলামী সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন অধিকাংশই। বিপরীতে জনপ্রিয়তায় বিএনপি-জামায়াতের থেকে এগিয়ে আছে আওয়ামী লীগ। জরিপ প্রতিবেদনে অংশ নেয়া ব্যক্তিরা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সন্তানের তুলনায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ছেলে কত শিক্ষিত। অন্যদিকে তারেক রহমান ধ্বংসাত্মক। অংশগ্রহণকারীরা বলেছেন, জামায়াতে ইসলামী কোন ইসলামিক দল নয়। তাদের কাজ ইসলামিক নয়। ইসলাম শান্তির ধর্ম, তারা শান্তি আনে না। জামায়াতে ইসলামী ও বিএনপির তুলনায় বর্তমানে সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলে থাকা জাতীয় পার্টির সম্পর্কে বেশি ইতিবাচক মনোভাব প্রদান করেন ওই জরিপে অংশগ্রহণকারীরা।
×