ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে পরিবার থেকে বিচ্ছিন্ন হন্ডুরাসের ৩১৩ শিশু চিহ্নিত

প্রকাশিত: ০৫:০২, ১৪ জুলাই ২০১৮

 যুক্তরাষ্ট্রে পরিবার থেকে  বিচ্ছিন্ন হন্ডুরাসের  ৩১৩ শিশু চিহ্নিত

যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশ ‘কঠোর পদক্ষেপ’ নেয়ায় হন্ডুরাসের মোট ৩১৩ শিশু তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হন্ডুরাসের কনস্যুলার স্টাফ তাদের দেশের এসব শিশুকে চিহ্নিত করেন। বৃহস্পতিবার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র। হন্ডুরাসের অভিবাসী সুরক্ষা বিষয়ক পরিচালক লিজা মাদ্রানো এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের নির্দেশ দেয়ার পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কনস্যুলার কর্মকর্তারা হন্ডুরাসের শিশুদের খুঁজে বের করতে বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। মাদ্রানো বলেন, ‘আমাদের কনস্যুলার নেটওয়ার্ক বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে এবং অনেকের সঙ্গে কথা বলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া হন্ডুরাসের ৩১৩ শিশুর পরিচয় নিশ্চিত করেছে।’ তিনি আরও জানান, পরিবারগুলোকে ২৬ জুলাই নাগাদ পুনর্মিলিত করা হবে। পরিচয় পাওয়া এসব শিশুর বিষয়ে বিস্তারিত তথ্য পেতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
×