ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিম জং উনের চিঠির ভূয়সী প্রশংসায় ট্রাম্প

প্রকাশিত: ০৫:০০, ১৪ জুলাই ২০১৮

 কিম জং উনের চিঠির ভূয়সী প্রশংসায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার উত্তর কোরীয় নেতা কিম জং-উনের কাছ থেকে পাওয়া একটি ব্যক্তিগত চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো চিঠিটিতে উত্তর কোরীয় নেতা তার দেশে পরমাণু কার্যক্রম বন্ধ করার প্রচেষ্টার বিষয়ে নিজের অবস্থান নিশ্চিত করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প একে বিশ্বাস স্থাপনের ‘বাস্তব কার্যক্রম’ বলে উল্লেখ করেছেন। খবর সিএনএন, বিবিসি ও এএফপির। পরমাণু কার্যক্রম বন্ধের বিষয়ে সাম্প্র্রতিক বিতর্ক থাকা শর্তেও গত মাসে সিঙ্গাপুরে শীর্ষ সম্মেলনের পর উত্তর কোরীয় নেতার এ চিঠিটিকে ট্রাম্প ‘যুগান্তকারী উন্নতি’ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘উত্তর কোরিয়ার চেয়ারম্যানের পাঠানো পত্রটি আসলেই খুব চমৎকার’। টুইটারে প্রকাশিত চিঠিটিতে ৬ জুলাই উল্লেখ করা হয়েছে। আর ওই দিনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পিয়াংইয়াং সফরে গিয়ে পরমাণু কার্যক্রম বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন। চিঠির বিষয়ে ট্রাম্প বলেন, ‘অভূতপূর্ব অগ্রগতি হয়েছে।’ টুইটারে প্রকাশিত চার প্যারার ওই চিঠিটি ইংরেজী ও কোরিয়ান ভাষায় লেখা হয়েছে।
×