ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেল উৎপাদন বাড়াল সৌদি আরব

প্রকাশিত: ০৪:৫৮, ১৪ জুলাই ২০১৮

 তেল উৎপাদন বাড়াল সৌদি আরব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে নতিস্বীকার করে তেলের উৎপাদন বাড়িয়েছে সৌদি আরব। গত তিন বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তখন সৌদি আরব তেল উৎপাদন বাড়াল। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে- চলতি বছরের জুন মাসে সৌদি আরব প্রতিদিন বাড়তি পাঁচ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে। ফলে জুন মাসে দেশটির প্রতিদিনের তেল উৎপাদন দাঁড়ায় এক কোটি পাঁচ লাখ ব্যারেলে। মে মাসে দৈনিক উৎপাদন ছিল এক কোটি ব্যারেল। সে ক্ষেত্রে মে মাসের তুলনায় সৌদি আরব জুন মাস তেলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০১৪ সালের পর এই প্রথম প্রতি ব্যারেল তেলের দাম ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে যা গাড়ি নির্ভর মার্কিন জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। -বিবিসি
×