ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আস্থা অর্জন করেছে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল

প্রকাশিত: ০৪:৫০, ১৪ জুলাই ২০১৮

আস্থা অর্জন করেছে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল

প্রায় দুই দশক ধরে ঢাকা দক্ষিণের মাতুয়াইলে মা ও শিশুর স্বাস্থ্যসেবা দিয়ে আসছে, শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট। যা অর্জন করে নিয়েছে মাতুয়াইলসহ আশপাশের নিম্ন আয়ের মানুষের আস্থা। ২৫০ শয্যার এই হাসপাতাল সেবার পাশাপাশি নানা রোগের গবেষণা ও প্রশিক্ষণেও অবদান রাখছে। সদ্যজাত থেকে নানা বয়সী শিশুর কলকাকলীতে সকাল শুরু হয় ঢাকার মাতুয়াইলে শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের। মাতুয়াইল ও এর আশপাশের লাখো মানুষের আস্থার জায়গা এই শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট। ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত ইনস্টিটিউটের বহির্বিভাগে ২০ টাকার বিনিময়ে শিশু ও মায়েরা স্বাস্থ্য সেবা নিতে পারেন। নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে ওষুধসহ বিভিন্ন সেবার সুযোগ থাকায় শুধু ঢাকা নয় নারায়ণগঞ্জ, নরসিংদী এমনকি কুমিল্লা থেকেও রোগীরা আসেন সেবা নিতে। প্রতিদিন গড়ে ইনস্টিটিউটে প্রায় পনের শ’ রোগীকে সেবা দেন এখানকার চিকিৎসকরা। ইনস্টিটিউটির পরিচালক বলছেন, শিশু ও মাতৃস্বাস্থ্য সেবায় অনন্য নজির স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। ১০ একর জায়গার ওপর ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউটে চিকিৎসা সেবার পাশাপাশি স্বাস্থ্য সমস্যা নিয়ে বিভিন্ন গবেষণাও পরিচালনা করা হয়। -স্টাফ রিপোর্টার
×