ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈকতে যাওয়ার একমাত্র সড়কটি বাসসহ যানবাহনের দখলে

কুয়াকাটায় বাস টার্মিনাল না থাকায় পর্যটকের ভোগান্তি চরমে

প্রকাশিত: ০৪:৪৮, ১৪ জুলাই ২০১৮

 কুয়াকাটায় বাস টার্মিনাল না থাকায় পর্যটকের ভোগান্তি চরমে

মেজবাহউদ্দিন মাননু, নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় কুয়াকাটা পর্যটন কেন্দ্রের টেলিফোন অফিস থেকে চৌরাস্তাসহ সী-বীচে যাওয়ার একমাত্র সড়কটি এখন বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে। শুধু তাই নয় চৌরাস্তা থেকে ভেতরে এলজিইডির পুরনো ডাকবাংলো পর্যন্ত সড়কের দুইদিকও বাসের দখলে। ফলে কুয়াকাটায় আসা পর্যটক-দর্শনার্থীসহ সাধারণ পথচারীর ভোগান্তির শেষ নেই। নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় ঢাকা-বরিশাল-খুলনা-যশোর- বেনাপোল-কুষ্টিয়া-পটুয়াখালীসহ বিভিন্ন রুটের অর্ধশত বাস মূল সড়কটি দখল করে ব্যবহার করছে। এছাড়া সারাদেশ থেকে পর্যটকবাহী বাসও বেড়িবাঁধের বাইরে বেলাভূমে কিংবা নারিকেল বাগানে রাখতে হয়। এ কারণে মানুষের বিড়ম্বনার শেষ নেই। দীর্ঘদিনেও কুয়াকাটা পর্যটন কর্তৃপক্ষ কিংবা পৌর প্রশাসন একটি নির্দিষ্ট বাসস্ট্যান্ড নির্মাণ না করায় এমন অবস্থা হয়েছে। কুয়াকাটা পৌরসভায় ১৩৪৬ এবং ১২৭০ লুজ খতিয়ানসহ বিভিন্ন স্পটে প্রায় তিন শ’ একর খাস জমি থাকলেও তা উদ্ধার করে বাস টার্মিনাল করা যেতে পারে বলে অভিজ্ঞমহলের অভিমত। কিন্তু তা করা হয়নি। ফলে শুধু পর্যটক-দর্শনার্থী নয় স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও চলাফেরা করতে ঝুঁকিতে থাকছে রাস্তায় বাস থাকার কারণে। মূল সড়কটির দোকানিরাও পড়েছেন বিপাকে। দোকানের সামনে বাস রাখায় বেচা-কেনায় সমস্যা হচ্ছে। এছাড়া রাস্তা বাসের দখলে থাকায় সরু পথ দিয়ে চলাচল করতে গিয়ে ছোটখাট দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। স্থানীয়রা জানান, নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় সৈকতে যাওয়ার একমাত্র সড়কে গড়ে উঠেছে অস্থায়ী বাস টার্মিনাল। সেখানে রাস্তার মাঝে এলোপাথাড়ি বাস পার্কিং করে রাখা হচ্ছে। বাসস্ট্যান্ডকে ঘিরে আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে গড়ে উঠেছে বিভিন্ন পরিবহনের কাউন্টার। এসব টিকেট কাউন্টার থেকে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য ডাকাডাকি, অনবরত হর্ন বাজানোয় শব্দ দূষণে চরম বিরক্তিকর অবস্থায় পড়ছেন আগতরা। জরুরী ভিত্তিতে কুয়াকাটায় একটি বাস টার্মিনাল নির্মাণের দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা। পর্যটক মুজাম্মেল হক জানান, রাস্তার ওপর বাস থামালে বাধ্য হয়ে রাস্তায়ই পরিবার-পরিজনসহ নেমে পড়ি। ওইখান থেকে হোটেলে যেতে হয়েছে। এভাবে রাস্তার ওপর বাস থামানো খুবই বিপজ্জনক। এতে অনেক ঝুঁকি থাকে। নির্দিষ্ট বাসস্ট্যান্ড দরকার বলে তিনি জানিয়েছেন। কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, বাস টার্মিনাল নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
×