ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধ

হামলায় আওয়ামী লীগ নেতা স্ত্রীসহ আহত

প্রকাশিত: ০৪:২৯, ১৪ জুলাই ২০১৮

 হামলায় আওয়ামী  লীগ নেতা  স্ত্রীসহ আহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা বিনয় কৃষ্ণ সিংহ (৬৩) স্ত্রীসহ আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। জানা গেছে, চিতলমারী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিনয় কৃষ্ণ সিংহের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে সুড়িগাতী গ্রামের রতিকান্ত রায়ের পুত্র বিশ্বজিত রায় ও অসিত রায়ের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বিশ্বজিত রায়, অসিত রায় ও সনাতন রায়সহ ৫-৬ জন অতর্কিত বিনয় কৃষ্ণ সিংহের ওপর হামলা চালায়। এ সময় বিনয় কৃষ্ণ সিংহের স্ত্রী রেবা রানী সিংহ (৫৪) বাধা দিতে গিয়ে আহত হন। হামলায় বিনয় কৃষ্ণের মাথা ফেটে যায় এবং স্ত্রী রেবা রানী সিংহের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। উন্নত চিকিৎসার জন্য বিনয় কৃষ্ণ সিংহকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষের বিশ্বজিত রায় হামলার ঘটনা অস্বীকার করে জানান, বিনয় কৃষ্ণ সিংহের লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় আমার স্ত্রী, ভাইসহ ৪-৫ জন আহত হয়। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
×