ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিল দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ০৪:২৫, ১৪ জুলাই ২০১৮

 রাজশাহীতে বিল দখল নিয়ে সংঘর্ষ ॥   আহত ২০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের জোঁকা বিলের দখল কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে দখলকারীরা পুলিশের সহযোগিতায় সেতুর মুখে লোহার গ্রিল বসানোর সময় এলাকার লোকজনের সঙ্গে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে। এতে নারীসহ ২০ জন আহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার জোঁকা বিলের দখলকারীদের ১০-১২ জন ব্যক্তি বাসুদেবপাড়া সেতুর মুখে লোহার রডের তৈরি গ্রিল স্থাপন করতে যান। এ সময় স্থানীয় লোকজন সংগঠিত হয়ে তাদের বাধা প্রদান করেন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে বাগমারা থানা পুলিশ সেখানে গিয়ে সেতুর মুখে লোহার গ্রিল স্থাপনের চেষ্টা করে। স্থানীয় লোকজন আবারও বাধা দিলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গ্রামবাসীর ওপর রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কমপক্ষে ২০ গ্রামবাসী আহত হন। গ্রামবাসী অভিযোগ করেন, বিলটি নিয়ে মামলা ও বিবাদ চলা অবস্থায় বিলের দখলদারেরা পুলিশের সহযোগিতায় আবারও তা নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। প্রভাবশালীদের হাত থেকে বিলটি দখলমুক্ত করে উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছেন তারা। তবে প্রশাসন বিবাদ-মীমাংসা না করে প্রভাবশালীদের পক্ষ নিয়ে গ্রামবাসীদের ওপর গুলি চালিয়েছে। বিলের দখলকারীরা সাধারণ লোকজনকে বঞ্চিত করে বিলে মাছ চাষ করে আসছে। এ বছর তারা বিলটি উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন। এ ঘটনায় বুলেটবিদ্ধ রিমা খাতুন, লতিফা বেগম, জাহাঙ্গীর আলম ও মজনুর রহমান বলেন, তারা সেতুর মুখ বন্ধ করে মাছ চাষে আপত্তি জানালে পুলিশ বিলের দখলকারীদের পক্ষ নিয়ে সরাসরি তাদের ওপর গুলি (রাবার বুলেট) চালিয়েছে। নরদাশ ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, একটি বিবাদমান বিষয়টির নিষ্পত্তি না করে পুলিশের সহযোগিতায় সেতুর মুখ বন্ধ করে দেয়া ঠিক হয়নি। এছাড়া নারীসহ গ্রামবাসীদের ওপর নির্বিচারে রাবার বুলেট চালানো ঠিক হয়নি। বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলে, ওই সেতুর মুখ দিয়ে (বাসুদেবপাড়া) বিল থেকে মাছ বের হয়ে যাচ্ছে বলে স্থানীয় সাংসদকে লোকজন জানিয়েছেন। তার নির্দেশে পুলিশ বিলের মাছ রক্ষায় সেখানে গ্রিল স্থাপনে সহযোগিতা করতে গিয়েছিল। গ্রামের কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে। রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রসঙ্গত, স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের বঞ্চিত করে একটি প্রভাবশালী মহল জোঁকা বিলটি দখলে নিয়ে মাছ চাষ করে আসছেন। অপরদিকে বঞ্চিতরা বিলটি উন্মুক্ত রাখার দাবি জানালে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত ১৮ এপ্রিল বিলের দখলকারীদের মধ্যে আনিসুর রহমান মৃধা (৬০) নামের একজনকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে।
×