ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহাড়ধস- কিছুটা প্রাকতিক, কিছুটা মানবসৃষ্ট ॥ সেমিনারে মন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৯, ১৩ জুলাই ২০১৮

পাহাড়ধস- কিছুটা প্রাকতিক, কিছুটা মানবসৃষ্ট ॥ সেমিনারে মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ পাহাড়ধস বাংলাদেশে এক নতুন আতঙ্কের নাম। পাহাড় সৌন্দর্যের প্রতীক হলেও বাংলাদেশের পাহাড়ের পরতে পরতে লুকিয়ে আছে মৃত্যুর শঙ্কা। এটা নতুন দুর্যোগ নতুন বিপর্যয়। কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা মানবসৃষ্ট বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি। তিনি বলেন, ‘পাহাড়ধস রোধে কী করা যায় তা জানতে প্রধানমন্ত্রীর নির্দেশে ২৭ সদস্যের একটি কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে (পুরাতন ভবন) ‘ভূমিধস : সমস্যা, করণীয় ও সমাধানের উপায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য ড. প্রকৌশলী আব্দুল জব্বার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। এছাড়া আলোচক ছিলেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের মহাপরিচালক ড. রেশাদ মুহাম্মদ ইকরাম আলী এবং চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী সুদীপ কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির পুরকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। এ সময় মন্ত্রী বলেন, ‘এ কমিটি সুপারিশসহ তাদের প্রতিবেদন দিয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নে আমরা কাজ করছি। আমি মনে করি যে কোনভাবে পাহাড় কাটা বন্ধ করতে হবে। এটা করলে পাহাড় ধস এবং অনাকাক্সিক্ষত মৃত্যু রোধ করা যাবে। এছাড়া পাহাড়ধস রোধে যে কোন মূল্যে ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।’ ড. প্রকৌশলী আব্দুল জব্বার খান, ‘বৃষ্টিপাত যখন হয় তখন মাটির উপরিভাগ থেকে পানি মাটির ভেতরে প্রবেশ করে। এরপর মাটি তা শোষণের মাধ্যমে ভারি হয়ে যায় এবং মাটিতে চাপ সৃষ্টি হয়। যার ফলে মাটি ধসে যায়। এ ধসা রোধ করার জন্য ভেজিটেশন করা জরুরী। ভেজিটেশন এমনভাবে করতে হবে যেন এর শিকড় মাটির নিচ পর্যন্ত অনেক বিস্তৃতে যায়। দূর্বাঘাস দিয়ে ভেজিটেশন করা যায় না কারণ এর শিকড় অনেক নরম হয়। পাহাড়ী রাস্তার ধস রোধে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা করতে হবে যেন কোথাও কোন পানি আটকে না থাকে বা রাস্তা করার ক্ষেত্রে রাস্তা প্লট করে সোজাভাবে কাটতে হবে খাড়াভাবে কাটা যাবে না। পাহাড়ের ওপর দালান করা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাহাড়ী এলাকায় এমনভাবে দালান করতে হবে যাতে সেখানে পানি জমে না থাকে। অত্যন্ত পরিকল্পিতভাবে প্লট করে দালান নির্মাণ করতে হবে।’
×